শীতের পর পর গাছের রিপটিং এবং টবের মাটি পরিবর্তন সম্পূর্ণ করে ফেলতে হবে। এবং গরমের শুরু থেকে নিয়মিত গাছের গোড়ায় জল এবং সার দিতে হবে।
“
“
এলামুন্ডা গাছ টবে এবং মাটিতে সুন্দর ভাবে বেড়ে ওঠে, তবে দিনে মোটামুটি ৬ থেকে ৮ ঘটা সূর্যের আলো পাই তেমন স্থানে গাছটি প্রতিস্থাপন করা উচিত।
SUNLIGHT
WATERING
মাটির গাছের তুলনায় টবের গাছে জলের চাহিদা বেশি থাকে, তাই জল দিতে হবে গাছের প্রয়োজন বুঝে, এই গাছ ময়েশ্চার পছন্দ করে। তাই এমনভাবে জল দিতে হবে যাতে সবসময় মাটির ময়েশ্চার বজায় থাকে।
FERTILIZER
শীতে এই গাছের বিশেষ খাবারের প্রয়োজন হয় না এই সময়ে গাছ ডরমেনসিতে থাকে কিন্তু গরমের শুরুতে এদের সারের প্রয়োজনীয়তা বেশি থাকে কারণ এ সময় গাছে প্রচুর কুঁড়ি আসতে শুরু করে।
ALLAMANDAগাছের পরিচর্যা সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন