নীল সিফন হিবিসকাস ডাবল পেটাল এবং  সিঙ্গেল পেটালের হয়ে থাকে, অন্য জবার থেকে এটি একটু আলাদা।

blue chiffon hibiscus varieties

Blue Chiffon Hibiscus  বর্ষার পরে অথবা  শরৎ এর শুরুতে রিপটিং এবং প্রতিস্থাপন সম্পূর্ণ করে ফেলতে হবে। এবং গাছে কুঁড়ি আসা শুরু হলে নিয়মিত গাছের গোড়ায় জল দিতে হবে।  

Dot

নার্সারি থেকে চারা সংগ্রহ করবার সময় ফুল দেখে, সুস্থ সবল এবং সতেজ চারা গাছটি সংগ্রহ করতে হবে। 

Collection Plants

best pot of hibiscus

নীল সিফন হিবিসকাস একটি গুল্ম জাতীয় বহুবর্ষজীবী উদ্ভিদ তাই ভালো হয় বড় গামলা জাতীয় টব নির্বাচন করলেI

Place selection

এই গাছটি টবে এবং মাটিতে সুন্দর ভাবে বেড়ে ওঠে, যেখানে উজ্জ্বল সূর্যের  আলো পাই সেখানে রাখবেন।

Place selection

নীল জবা অন্য জবার তুলনায় একটু সুখী গাছ, তাই মাটি তৈরীর প্রক্রিয়াটি সঠিক ভাবে করবে হবে।

watering

জল দিতে হবে গাছের প্রয়োজন বুঝে অর্থাৎ অল্প রোদে থাকলে মাটিতে হাত দিয়ে ভেজা কম অনুভব বা শুকনো  মনে হলেই জল দিতে হবে।

Circled Dot

বর্ষার সময় গাছের গোড়ায় প্রতি ১৫দিন অন্তর নিমখোল বা ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে

plant care in  monsoon

PLANT PROPAGATION

জবা গাছের চারা তৈরী করা হয় বা বংশবিস্তার ঘটানো হয় কলমের মাধ্যমে।

Circled Dot

লন্ঠন জবা গাছের পরিচর্যা সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন