গাড় সবুজ বর্নের পাতার মাঝে হলুদ রঙের ফুলগুলি সকলের নজর কাড়ে।  Malvaceae পরিবারের অন্তর্গত গুল্ম জাতীয়, বহুবর্ষজীবী এবং পর্ণমোচী প্রকৃতির ফুল গাছ। 

YELLOW ROSEMALLOW FLOWERS

বাংলাই এই ফুলগুলি হলুদ স্থলপদ্ম নামে পরিচিত, ইংরাজি নাম Sun Hibiscus, Wild Stock-Rose, Yellow Rosemallow প্রভৃতি। 

OTHER NAME OF YELLOW ROSEMALLOW

ফুলগুলি হলুদ রঙের হয়। এবং গাছটি উচ্চতায় প্রায় ১০ থেকে ১৫ ফুট লম্বা হয় , এটি বহুবর্ষজীবী উদ্ভিদ এবং ফুলগুলি সিঙ্গেল পেটালের হয়ে থাকে। 

YELLOW ROSEMALLOW COLORS

অপরাজিতা গুল্ম জাতীয় বহুবর্ষজীবী উদ্ভিদ তাই ভালো হয় বড় গামলা জাতীয় ১০ ইঞ্চি অথবা ১২ ইঞ্চি বড় টব নির্বাচন করলে। 

BEST PLACE & SOIL FOR YELLOW ROSEMALLOW

শরৎ থেকে বসন্ত পর্যন্ত হলুদ স্থলপদ্ম  Flowering season, তাই বর্ষার থেকেই এই গাছের পরিচর্যা শুরু করে দিতে হবে।

FLOWERING SEASON

এই গাছটি টবে এবং মাটিতে সুন্দর ভাবে বেড়ে ওঠে, তবে দিনে মোটামুটি ৬ থেকে ৮ ঘটা সূর্যের আলো পাই তেমন স্থানে গাছটি প্রতিস্থাপন করা উচিত।

SUNLIGHT

WATERING

জল দিতে হবে গাছের প্রয়োজন বুঝে, এই গাছ ময়েশ্চার পছন্দ করে। তাই এমনভাবে জল দিতে হবে যাতে সবসময় মাটির ময়েশ্চার বজায় থাকে।

FERTILIZER

টবে চারাগাছ বসানোর ১ থেকে ২ মাসের মধ্য কোন রাসায়নিক সার ব্যাবহার না করাই ভাল, কিছু মাস পর অল্প জৈব সার দিতে হবে। বিস্তারিত জানতে ওয়েবসাইড দেখুন

হলুদ স্থলপদ্ম গাছের বংশবিস্তার বা চারাগাছ তৈরী করা হয় কলম পদ্ধতির মাধ্যমে।

PLANT PROPAGATION

SPECIAL CARE

YELLOW ROSEMALLOW গাছ টবে থাকলে বর্ষার আগে গাছের রিপটিং এবং প্রতিস্থাপন সম্পূর্ণ করে ফেলতে হবে। এবং বর্ষার শুরু থেকে নিয়মিত গাছের গোড়ায় জল এবং সার দিতে হবে।

MONSOON CARE

বর্ষার সময় গাছের গোড়ায় প্রতি ১৫দিন অন্তর নিমখোল বা ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে, এবং কিছুদিন অন্তর গোড়ার মাটি খুঁড়ে দিতে হবে

YELLOW ROSEMALLOW  গাছের পরিচর্যা সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন