রাতের আঁধার আলো করে ফোটে এই ফুলটি, সেই কারনে এর নাম "Queen Of The Night "
NIGHT QUEENN
এই ফুলকে অনেকেই নিশিপদ্ম বা নিশিগন্ধা নামে চেনে। নিশিপদ্মকে সৌভাগ্যের প্রতীক বলা হয়।
QUEEN OF THE NIGHT
গাছটি বহুবর্ষজীবী ক্যাকটাস প্রজাতির উদ্ভিদ, আদি নিবাস মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল ও মেক্সিকো। তবে ভারতবর্ষের উত্তর-পূর্ব পার্বত্য অঞ্চলেও এই গাছের বিচরণ অবাধ।
নিশিপদ্ম গাছ প্রতিস্থাপন করলেই ফুল পাওয়া যায় না। অপেক্ষা করতে হয় বছরের পর বছর।
NIGHTQUEENN
নিশিপদ্ম ফুল ফোটার নির্দিষ্ট সময় আছে। সারা দিন ফুলের দেখা মেলে না। সন্ধ্যার পর থেকেই একটু একটু করে পাপড়ি মেলতে শুরু করে।