গরম এবং বর্ষার সেরা ফুলের তালিকায় আছে এলামুন্ডা ফুল, এটি গন্ধহীন হলেও ফুলগুলির সৌন্দর্য সকলের নজর কাড়ে

ALLAMANDA FLOWERS

বাংলাই এলামুন্ডা অলকানন্দা এবং ইয়োলো ট্রাম্পেট নামে পরিচিত, ইংরাজি নাম Golden Trumpet বা Yellow Bell প্রভৃতি। 

OTHER NAME  OF ALLAMANDA FLOWER

এলামুন্ডা ফুল হলুদ ছাড়াও সাদা, হালকা লাল, গোলাপী ও বেগুনি রঙের হয়। এলামুন্ডা গাছ লতানো বা ঝোঁপের ন্যায়, বহুবর্ষজীবী উদ্ভিদ এবং ফুলগুলি সিঙ্গেল পেটালের হয়ে থাকে। 

ALLAMANDA COLORS

এলামুন্ডা গুল্ম জাতীয় বহুবর্ষজীবী উদ্ভিদ তাই ভালো হয় বড় গামলা জাতীয় ৪ ইঞ্চি অথবা ১০ ইঞ্চি বড় টব নির্বাচন করলেI

BEST POT FOR ALLAMANDA PLANTS

এলামুন্ডা গাছের জন্য সুনিষ্কাশিত উর্বর  মাটি প্রস্তুত করতে হবে। মাটির সাথে পর্যাপ্ত পরিমানে জৈব সার মিশিয়ে উর্বর  মাটি প্রস্তুত করতে হবে।

BEST SOIL FOR ALLAMANDA PLANTS

এলামুন্ডা গাছের বংশবিস্তার ঘটানো বা চারা তৈরী করা খুবই সহজ, পরিণত ডাল কেটে মাটিতে বসিয়ে দিলেই চারা তৈরী হয়ে যায়।

PLANT PROPAGATION

FLOWERING SEASON

গ্রীষ্মের সময় থেকে শীতের আগে পর্যন্ত এলামুন্ডা গাছের FLOWERING SEASON, তাই শীতের পর থেকেই এই গাছের পরিচর্যা শুরু করে দিতে হবে।

CARE BEFORE FLOWERING

শীতের পর পর গাছের রিপটিং এবং টবের মাটি পরিবর্তন সম্পূর্ণ করে ফেলতে হবে। এবং গরমের শুরু থেকে নিয়মিত গাছের গোড়ায় জল এবং সার দিতে হবে।  

এলামুন্ডা গাছ টবে এবং মাটিতে সুন্দর ভাবে বেড়ে ওঠে, তবে দিনে মোটামুটি ৬ থেকে ৮ ঘটা সূর্যের আলো পাই তেমন স্থানে গাছটি প্রতিস্থাপন করা উচিত।

SUNLIGHT

WATERING

মাটির গাছের তুলনায় টবের গাছে জলের চাহিদা বেশি থাকে, তাই জল দিতে হবে গাছের প্রয়োজন বুঝে, এই গাছ ময়েশ্চার পছন্দ করে। তাই এমনভাবে জল দিতে হবে যাতে সবসময় মাটির ময়েশ্চার বজায় থাকে।

FERTILIZER

শীতে এই গাছের বিশেষ খাবারের প্রয়োজন হয় না এই সময়ে গাছ ডরমেনসিতে থাকে কিন্তু গরমের শুরুতে এদের সারের প্রয়োজনীয়তা বেশি থাকে কারণ এ সময় গাছে প্রচুর কুঁড়ি আসতে শুরু করে।

ALLAMANDA  গাছের পরিচর্যা সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন