How To grow and care Allamanda flower plant | টব ভর্তি প্রচুর ফুল পেতে এলামুন্ডা গাছের পরিচর্যা

Last updated on November 9th, 2023 at 09:14 pm

এলামুন্ডাকে অলকানন্দা এবং ইয়োলো ট্রাম্পেট ও বলা হয়। ইংরেজিতে বলা হয় Golden Trumpet বা Yellow Bell । অসামান্য সুন্দর দেখতে এই এলামুন্ডা ফুলগুলি বছরের একবারই বাগানকে আলো করে। গরমের মরসুম থেকে শীতের আগে পর্যন্ত অল্প যত্ন নিলেই এই গাছ ফুলে ভরে যায়। আসুন দেখে নেওয়া যাক টবে বা মাটিতে এলামুন্ডা গাছের পরিচর্যা কি ভাবে করবেন।

How To grow and care Allamanda flower plant | টব ভর্তি প্রচুর ফুল পেতে এলামুন্ডা গাছের পরিচর্যা সম্পর্কে আজ আমরা বিস্তারিত জানবো। এলামুন্ডার বিজ্ঞানসম্মত নাম Allamanda Cathartica, এর এপোক্যানাসেই (Apocynaceae) পারিবারের অন্তর্গত, আদি নিবাস ব্রাজিল। পৃথিবীতে অনেক ধরণের এলামুন্ডার প্রজাতি রয়েছে।

How To grow and care Allamanda flower plant | টব ভর্তি প্রচুর ফুল পেতে এলামুন্ডা গাছের পরিচর্যা

এলামুন্ডা জন্য স্থান নির্বাচন:-

ইয়োলো ট্রাম্পেট বা এলামুন্ডা গাছে প্রচুর ফুল পেতে চারা গাছ রোপণের পূর্বে সঠিক জায়গা ও মাটি নির্বাচন করতে হবে। সরাসরি মাটিতে প্রতিস্থাপন করলে ঢালু স্থান নির্বাচন করতে হবে, যেখানে সহজে জল দাড়ায় না। প্রতিদিন ৬ থেকে ৮ ঘন্টা সূর্যের আলো পায় তেমন স্থান নির্বাচন করতে হবে, এতে গাছের বাড়বাড়ন্ত ভালো হয় এবং রোগে আক্রান্ত কম হয়।

টব নির্বাচন:-

এলামুন্ডা একটি Hardy এবং Permanent Plant তাই ভালো হয় বড় টব নির্বাচন করলেI টবে নির্বাচনের ক্ষেত্রে ১০ ইঞ্চি অথবা ১২ ইঞ্চি টব সংগ্রহ করতে হবে। প্লাস্টিকের টব না নেওয়ায় ভাল, তাতে জল নিকাশি ব্যাবস্থা ভাল হয় না। টবে যেন জল না জমতে পারে তার জন্য টবের নীচে ফুটো করে জলনিকাশির ব্যবস্থা নিশ্চিৎ করতে হবে। যে কোন গাছের বেঁচে থাকার জন্য প্রথম উপাদান মাটি, আর মাটির জল নিষ্কাশন ব্যাবস্থা যদি ভাল না হয় তাহলে চারাগাছ প্রতিস্থাপনের কিছু দিন পারে মাড়া যাবে।

মাটি প্রস্তুত:-

টবে এলামুন্ডা গাছের জন্য আদর্শ মাটি প্রস্তুত করতে, যে উপাদান নিতে হবে- উর্বর দোঁয়াশ মাটি ৫০% সাথে ২০% বালি ৩০% জৈব সার (এক বছরের পুরনো গোবর সার/ পাতা পঁচা/ভার্মিকম্পোস্ট) এবং নিতে হবে হাফ মুঠো হাড়গুড়ো,হাফ মুঠো সিংকুচি এবং দু চামচ নিম খোল হবে।

How To grow and care Allamanda flower plant | টব ভর্তি প্রচুর ফুল পেতে এলামুন্ডা গাছের পরিচর্যা
How To grow and care Allamanda flower plant

গাছটিকে সরাসরি মাটিতে প্রতিস্থাপন করতে চাইলে, প্রতিস্থাপন এর পূর্বে মাটি ভালো ভাবে খুঁড়ে নিয়ে পরিমান মত ৬ মাসের পুরানো গোবর সার বা পাতাপঁচা সার, সাথে এক মুঠো হাঁড়গুড়ো, এক মুঠো শিংকুচি, এক মুঠো নিমখোল এবং কিছুটা সরিষার খোল মাটির সাথে ভাল করে মিশিয়ে ১৫ থেকে ২০ দিনের জন্য ঢেকে রেখে দিতে হবে। ফলে গাছটি নিজেই তার চাহিদা অনুযায়ী পুষ্টিমৌল মাটি থেকে সংগ্রহ করে বেড়ে উঠবে । ২০ দিন পরে জায়গাটি তৈরি হয়ে গেলে গাছটিকে চূড়ান্ত প্রতিস্থাপন করতে হবে।

প্রতিস্থাপন পদ্ধতি :-

প্রথমে টবের ছিদ্র গুলোকে ইটের টুকরো/ টব ভাঙা টুকরো দিয়ে আটকে দিতে হবে, ছিদ্র গুলোকে আটকে দেওয়ার পর কিছু বালি-নুড়ি টবের মধ্যে বিছিয়ে দিয়ে এক ইঞ্চি বেড তৈরি করে নিতে হবে যাতে অতিরিক্ত জল ড্রেনেজ সিস্টেম থেকে টবের বাইরে বেরিয়ে যায়। এর পর অল্প পরিমাণ মাটি দিয়ে গাছটি টবের ঠিক মাঝ বরাবর বসাতে হবে। এরপর প্রয়োজনানুযায়ী মাটি ভালোকরে ঠেসে ঠেসে দিতে হবে কারণ ঠেসে দিলে মাটির মধ‍্যে থাকা বাতাস বেরিয়ে যায় ফলে গাছের শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে না। প্রতিস্থাপন হয়ে গেলে প্রায়াজন মতো জল দিয়ে দিতে হবে। এবং টবটিকে ৫ থেকে ৬ দিনের জন্য ছায়া স্থানে রাখতে হবে

বি:দ্র:— তীব্র রৌদ্র থাকলে টবটি ৫ থেকে ৬ দিনের জন্য ছায়া স্থানে রাখতে হবে এবং রৌদ্রের তীব্রতা কম থাকলে খোলা আকাশের নীচে রেখে দিতে হবে।

creativity gardening

টবে মাটি দেওয়ার সময় অবশ‍্যই খেয়াল রাখতে হবে যাতে টবের ওপর 2 ইঞ্চি ফাঁকা জায়গা থাকে।

creativity gardening

আলো :-

এলামুন্ডা গাছ রৌদ খুব ভালোবাসে তাই যেখানে দিনে ৬ থেকে ৮ ঘন্টা সরাসরি সূর্যের আলো পাই তেমন স্থানে টবটি রাখতে হবে। ব‍্যালকনিতে ও করা যায় তবে যে স্থানে আলো আসে সেখানে গাছটি রাখতে হবে। এতে যতটুকু রোদ পাবে তাতেই গাছটি সুন্দর ভাবে বেড়ে উঠতে পারবে। এলামুন্ডা গাছের জন্য উপযুক্ত তাপমাত্রা ২২ থেকে ৩৫।

এলামুন্ডা গাছে জল প্রয়োগ:-

টবে এলামুন্ডা ফুল গাছ প্রতিস্থাপন করলে গাছে জলের চাহিদা প্রচুর থাকে। জলের অভাব হলেই গাছের ফুল শুকিয়ে যায় বা কুঁড়ি গাছ থেকে ঝড়ে পাড়ে এবং পাতা গাছ থেকে ঝরে পড়তে থাকে। এজন্য গরমকালে প্রতিদিন দুবেলা করে গাছের গোড়ায় জল দিতে হবে। গরমকালে over watering হলেও কোন সমস্যা নেই, অতিরিক্ত জল টবের নিচে ছিদ্র দিয়ে বেরিয়ে যায়, তাই টবে গাছ প্রতিস্থাপনের পূর্বে অবশ্য টবের নিচে ছিদ্র রাখতে হবে জল নিষ্কাশনের জন্য। গরমকালে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে হয়ে গেলে প্রতিদিন সন্ধাতে গাছ গুলিকে সাওয়ার দিয়ে স্থান করিয়ে দিতে হবে।

[আরও পড়ুন: মাধবীলতা গাছের বিশেষ পরিচর্যা | Madhavilata Plant Care]

[আরও পড়ুন: বাড়ির টবে মধুমালতি চাষ পদ্ধতি | Easy To Grow Madhumalti plant]

এলামুন্ডা গাছে সার প্রয়োগ:-

শীতে এই গাছের বিশেষ খাবারের প্রয়োজন হয় না এই সময়ে গাছ ডরমেনসিতে থাকে কিন্তু গরমের শুরুতে এদের সারের প্রয়োজনীয়তা বেশি থাকে কারণ এ সময় গাছে প্রচুর কুঁড়ি আসতে শুরু করে। সঠিক যত্ন এবং পরিচর্যা করলে টানা বর্ষা পর্যন্ত এই গাছ থেকে ফুল পাওয়া যায়। প্রতিনিয়ত গাছে ফুল পেতে চাইলে প্রতি ১৫ দিনে একবার করে গাছে অল্প পরিমাণে সার প্রয়োগ করতে হবে।

সেক্ষেত্রে ১৫ দিনে একবার করে ১ চামচ পরিমাণ NPK (0:৫২:৩৪) সার গাছের গোড়া থেকে কিছুটা দূরে প্রয়োগ.করতে হবে। অথবা প্রত্যেক মাসে একবার করে দুমুঠো গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট এবং দু চামচ হাঁড়গুড়ো, দু চামচ শিংকুঁচি এবং ১ চামচ করে Micronutrients :Top Gold, Agromin Gold, Agromin Max ব্যাবহার করতে হবে।

[আরও পড়ুন: মিরাকুলান পি জি আর (ট্রায়াকন্টানল ০.০৫%) এর ব্যাবহার | Plant Growth Regulator]

How To grow and care Allamanda flower plant | টব ভর্তি প্রচুর ফুল পেতে এলামুন্ডা গাছের পরিচর্যা
টব ভর্তি প্রচুর ফুল পেতে এলামুন্ডা গাছের পরিচর্যা

গাছের গ্রোথে আপনি যখন সন্তুষ্ট তখন বেশি ফুল পাওয়ার জন্য 15 দিনে একবার ১০ ইঞ্চি টবের ক্ষেত্রে ১০ থেকে ২০ র্টি DAP দানা এবং ১ চামচ করে পটাশ সার টবের সাইড দিতে দিতে পারেন। এভাবে সার প্রয়োগ করলে টানা বর্ষা পর্যন্ত উন্নত মানের ফুল সরবরাহ অব্যাহত থাকে।

[আরও পড়ুন: ডিমের খোসা দিয়ে জৈব সার তৈরির পদ্ধতি | Eggshell Fertilizer]

এলামুন্ডা গাছের মালচিং:-

গাছের গোড়ার মাটি শক্ত হয়ে গেলে প্রত্যক মাসে একবার করে কিছুটা মাটি ঝুরঝুরে করে দিন এতে শেকড়ে বাতাস লাগবে ও গাছের বৃদ্ধি ভালো হবে।

কীটনাশক প্রয়োগ ও পোকামাকড় দমন:-

এলামুন্ডা গাছে তেমন একটা পোকামাকড়ের আক্রমণ ঘটে না। তথাপি ১৫ দিন অন্তর নিম অয়েল (Neem Oil) জলের সাথে মিশিয়ে সন্ধাতে গাছে স্প্রে করবেন এবং পোকা-মাকড়ের উপদ্রব বেশি হলে রাসারনিক কীটনাশক ব্যবহার করতে হবে। ডাইমেথয়েড 30% কম্পোজিসনের রোগর/রোগরপ্লাস/টাফগর এক লিটার জলে তিরিশ ফোঁটা দিয়ে ভালো করে মিশিয়ে গাছ পনের বা কুড়িদিন অন্তর যদি স্প্রে করলে কোন পোকার আক্রমণ হবে না।

রোগ:

বর্ষার সময়ে গাছের অগ্রভাগের কচি কান্ডে এবং পাতায় পচন ধরে, সুতরাৎ প্রতি ১৫ দিন অন্তর যে কোন কোম্পানির ফাংগিসাইড জলের সাথে মিশিয়ে সমস্ত গাছে স্প্রে করতে হবে । এছাড়াও সমস্ত রকম রোগবালাই থেকে গাছকে রোগ মুক্ত রাখতে গাছের গোড়ায় শুকনো নিমপাতা অথবা নিম খোল দিলে অধিকাংশ কীটপতঙ্গ গাছ আক্রমণ করতে পারে না।

এলামুন্ডা গাছের একটি প্রধান সমস্যা হল, সবুজ পাতা হলুদ হয়ে যাওয়া এবং ঝড়ে পড়া। আয়রণের অভাব জনিত কারনের জন্য এটি হয়ে থাকে, সেক্ষেত্রে ১০ টি জং ধরা পেরেক এক মগ জলে সারারাত ভিজিয়ে রাখতে হবে। সকালে সেই জল গাছের গোড়ায় ঢেলে দিতে হবে। এই ভাবে সমস্যার সমাধান হয়ে যাবে।

অথবা প্রতি মাসে একবার অনুখাদ্য বা মাইকোনিউট্রিয়েন্ট ব্যাবহার করতে হবে, বিস্তারিত জানতে দেখুন অনুখাদ্য বা মাইকোনিউট্রিয়েন্ট এর অভাবজনিত কারণ।

ডালপালা কাঁটাই- ছাঁটাই ও মাটি পরিবর্তন:-

সাধারনত শীতের পরপরই গাছের ডালপালা কাঁটাই- ছাঁটাই সম্পূর্ণ করে ফেলতে হবে। কেননা এপ্রিল মাস থেকে গাছে কুঁড়ি আশা শুরু হয়। যদি টবের মাটি পরিবর্তনের দরকার পড়ে তবে ডালপালা কাঁটাই- ছাঁটাই করবার সময় করে নিন।

বংশবিস্তার:-

এলামুন্ডা গাছের চারা তৈরী করা হয় বা বংশবিস্তার ঘটানো হয় কাটিং পদ্ধতির মাধ্যমে। কাটিং থেকে চারা তৈরীর আদর্শ সময় জুলাই থেকে আগষ্ট এবং ফেব্রুয়ারী থেকে মার্চ। চারা তৈরীর এক বছরের মধ্য গাছে ফুল আসে।

[আরও পড়ুন: টবে জবা গাছ করবার সহজ কিছু টিপস্ | How to Grow Joba Flower Plant in Pots]


প্রিয় পাঠক, এই প্রতিবেদনটি পঠন করবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মতো পাঠকের সহযোগিতা “ক্রিয়েটিভিটি গার্ডেনিং” সর্বদা কার্ম করে। গাছই আমাদের একমাত্র সম্পদ যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে পারে, বাঁচিয়ে রাখতে পারে। নিঃস্বার্থে গাছ ভালবাসুন, সকলকে গাছ লাগাতে উৎসাহিত করুন।

আপনাদের যদি এই বিষয়ে কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাতে জানাবেন। সেগুলোর সমাধান করাবার আমি যথাসাধ্য চেষ্টা করব। আপনার মূল্যবান রেটিং দিয়ে উৎসাহিত করুন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো নমস্কার।

5/5 - (2 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *