৯টি গুন সম্পন্ন মিরাকুলান পি জি আর (Miraculan PGR) | Plant Growth Regulator

Last updated on November 22nd, 2023 at 07:38 pm

আজকে আমরা ৯টি গুন সম্পন্ন মিরাকুলান পি জি আর (Miraculan pgr) | Plant Growth Regulator ব্যাবহার সম্পর্কে জানবো I plant growth regulators | মিরাকুলান এর কাজ কি | উদ্ভিদের বৃদ্ধি রোধক হরমোন এর মধ‍্যে অত‍্যন্ত হল মিরাকুলান পি জি আর (Miraculan PGR) I

আমরা যারা বাগান করতে ভালবাসি, আমরা সকলেই জানি গাছের সঠিক বৃদ্ধির জন‍্য প্রয়োজন পর্যাপ্ত আলো, বাতাস, জল এবং উর্বর মাটি, এগুলি ছাড়া গাছের সঠিক বৃদ্ধি এবং বিকাশ হয় না। সামান্য মাত্রায় পুষ্টিমৌলের অভাব দেখা দিলে গাছের বৃদ্ধি ব‍্যাহত হওয়ার সাথে সাথে দেখা দিতে পারে বিভিন্ন রোগ।

আজ এই প্রতিবেদনে মিরাকুলান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পরবর্তী সময়ে IFFCO কোম্পানির সাগরিকা ফলিয়ার স্প্রে বা রাইজোস্ফিয়ার সম্পর্কে জানবোI

৯টি গুন সম্পন্ন মিরাকুলান পি জি আর (Miraculan PGR) | Plant Growth Regulator

মিরাকুলান কি :–

মিরাকুলান (Miraculan) হচ্ছে প্রাকৃতিকভাবে সংঘটিত সক্রিয় উপাদান ট্রায়াকন্টানল ভিত্তিক একটি অত্যন্ত কার্যক্ষমতা সম্পন্ন উদ্ভিদ বৃদ্ধি উদ্দীপক। এর প্রতি লিটারে ০.০৫ গ্ৰাম সক্রিয় উপাদান ট্রায়াকন্টানল আছে। গাছে বিভিন্ন রাসায়নিক সংশ্লেষ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কোষের মধ‍্যে থাকা এই ট্রায়াকন্টানল ফ‍্যাটি অ‍্যাসিড অনেক সময় নষ্ট হয়ে যায়। তখন গাছ সেটা ব‍্যবহার করতে পারে না। উদ্ভিদ নিজেই তার বিকাশ,ফল,ফুল ধারনে বিভিন্ন রকম হরমোন তৈরী করে নেই। যেমন গাছের শিকড় বৃদ্বি করে যে হরমোন, সঠিক সময়ে গাছে ফুল এবং ফল আনতে সাহায্য করে যে হরমোন। কোন কারণে গাছে সেই হরমোনটি সঠিকভাবে তৈরী না হলে পি জি আর (Plant Growth Regulator) গাছের বৃদ্ধি & ফুল ফল বৃদ্ধি হরমোন মিরাকুলান বাইরে থেকে ব‍্যবহার করতে হয়।

৯টি গুন সম্পন্ন মিরাকুলান পি জি আর (Miraculan PGR) | Plant Growth Regulator

মিরাকুলান কিভাবে কাজ করে :–

মিরাকুলান ব‍্যবহারের ফলে শ্বসনের পরিমাণ কমে গিয়ে সালোকসংশ্লেষের পরিমাণ বেড়ে যায় ফলে গাছের ক্লোরোফিলের পরিমাণ বৃদ্ধি ঘটে,ফলে গাছে প্রচুর ফুল,ফল আসতে সাহায্য করে। মিরাকুলান পি জি আর (Miraculan PGR) গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ফলে গাছের ফুল ও ফল ঝরে পড়া রোধ হয়, ফলের সাইজ আকারে বড় হয় এবং ফলন বাড়ায়। এছাড়া গোলাপ গাছের ব‍্যাসাল সুট বা নরম শাখার জন‍্য মিরাকুলান খুব উপকারী। মিরাকুলান ব‍্যবহারের ফলে এই ব‍্যাসাল সুট খুব ভালোভাবে বের হয়।

মিরাকুলান এর কার্যকারিতা:-

1. এটি ব্যাবহারে গাছের ফুল ঝরা বন্ধ হয়।
2. এটি ব্যাবহারে গাছের ফল ঝরা বন্ধ হয়।
3. গাছের মুকুল ঝরা রোধ করে।
4.  এটি ব্যাবহারে কুঁড়ির সুপ্ত দশা ভেঙে ফুল সঠিক সময়ে প্রস্ফুটিত হয়।
5.  এর ব্যবহারে গাছের রোগ ও পোকামাকড় প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
6.  বাড়ন্ত গাছে দ্রুত ফুল আসে।
7.  ফুল হতে ফল হওয়ার অনুপাত বাড়ে।
8.  গাছের কোষ বিভাজন খুব ভালো হয় ফলে গাছের বৃদ্ধি হয় দ্রুত।
9. এটি ব্যবহারে শাকসবজি ও ফলের উৎপাদন বৃদ্ধি পায়।

[আরও পড়ুন: Micro Nutrients বা অনুখাদ্য কি ? ]

মিরাকুলান এর মাত্রা :–

মিরাকুলান পি জি আর (Miraculan PGR) এক লিটার জলে তিরিশ ফোঁটা বা দেড় মিলি মেশাতে হবে। মিরাকুলান গোলানোর জন‍্য যেকোন জল ব‍্যবহার করা যায়, তবে কর্পোরেশনের বা গঙ্গা প্ল্যান্টের জল ব‍্যবহারের পূর্বে ওই জল একদিনের জন্য একটা উন্মুক্ত পাত্রে রেখে দিতে হবে। এর ফলে জলের মধ‍্যে থাকা ক্লোরিন, ফ্লুরিন উড়ে যাবে। তারপর সেই জল ব‍্যবহার করা যাবে।

মিরাকুলান এর ব‍্যবহার বিধি :–

মিরাকুলান পি জি আর (Miraculan PGR) সমস্ত গাছেই ব‍্যবহার করা যায়। ফুল গাছের জন‍্য পনের দিন অন্তর ছয়বার ব‍্যবহার করতে হবে, সব্জির গাছের জন‍্য পনের দিন অন্তর চারবার ব‍্যবহার করতে হবে,ফল জাতীয় ফসলের ক্ষেত্রে ফুল ফোটার পূর্বে এবং ফল যখন মটর দানার ন্যায় হবে তখন স্প্রে করতে হবে। পাতা বাহারের জন‍্য পনের দিন অন্তর দুবার ব‍্যবহার করতে হবে। প্রখর রোদে এটি ব্যাবহার করবেন না, সকালে সূর্য ওঠার আগে অথবা বিকেলে এটি ব্যাবহার করবেন।

মিরাকুলান পি জি আর (Triacontanol 0.05% EC)গাছে স্প্রে করার ছঘন্টার মধ‍্যে যদি বৃষ্টি হয়ে যায় তবে আবার স্প্রে করতে হবে।

creativity gardening

[আরও পড়ুন: টেকোমা গাছের প্রতিস্থাপন এবং পরিচর্যা যে ভাবে করবেন | Tecoma Plant Care]

Triacontanol হল একটি প্রাকৃতিকভাবে সংগৃহত জৈব যৌগ যা উদ্ভিদের জন্য সম্ভাব্য সুবিধার একটি পরিসীমা দেখানো হয়েছে। বিশেষ করে, Triacontanol 0.05% EC হল Triacontanol এর একটি ঘনত্ব যা উদ্ভিদ বৃদ্ধির নিয়ন্ত্রক হিসাবে ব্যবহৃত হয়।

ট্রায়াকন্টানল উদ্ভিদের উপর অনেকগুলি প্রভাব ফেলেছে, যার মধ্যে রয়েছে তাদের বৃদ্ধির হার বৃদ্ধি করা, তাদের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করা এবং চাপ এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি করা। এটি Triacontanol 0.05% EC কে কৃষক, উদ্যানবিদ এবং উদ্যানপালকদের জন্য একটি আকর্ষণীয় বিকল্প করে তোলে যারা তাদের ফসলের ফলন এবং গুণমান উন্নত করতে চাইছেন।

Triacontanol এর অন্যতম প্রধান সুবিধা হল উদ্ভিদের বৃদ্ধিকে উদ্দীপিত করার ক্ষমতা। গবেষণায় দেখা গেছে যে ট্রায়াকন্টানল 0.05% ইসি দিয়ে চিকিত্সা করা গাছগুলি অপরিশোধিত গাছের তুলনায় লম্বা হতে থাকে এবং বেশি পাতা তৈরি করে। এটি গাছের আকার এবং ওজন সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে, যার ফলে ফসলের ফলন বেশি হতে পারে।

এর বৃদ্ধি-উন্নয়নকারী প্রভাবগুলি ছাড়াও, ট্রায়াকন্টানল উদ্ভিদের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করতেও দেখানো হয়েছে। এর ফলে শক্তিশালী এবং আরও স্থিতিস্থাপক উদ্ভিদ হতে পারে যা স্ট্রেস এবং রোগ প্রতিরোধ করতে আরও ভাল সক্ষম। উদাহরণস্বরূপ, ট্রায়াকন্টানল দিয়ে চিকিত্সা করা গাছগুলির মূল সিস্টেমের উন্নতি হয়েছে বলে দেখা গেছে, যা তাদের আরও কার্যকরভাবে জল এবং পুষ্টি শোষণ করতে সাহায্য করতে পারে।

Triacontanol-এর আরেকটি মূল সুবিধা হল উদ্ভিদের সালোকসংশ্লেষণ বাড়ানোর ক্ষমতা। এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে উদ্ভিদ আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে, যা শর্করা এবং স্টার্চ আকারে সঞ্চিত হয়। সালোকসংশ্লেষণের উন্নতির মাধ্যমে, ট্রায়াকন্টানল উদ্ভিদকে আরও শক্তি উৎপাদনে সাহায্য করতে পারে, যা ফলস্বরূপ বৃদ্ধি বৃদ্ধি এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারে।

অবশেষে, Triacontanol 0.05% EC গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য একটি পরিবেশবান্ধব বিকল্প। অনেক কৃত্রিম বৃদ্ধির নিয়ন্ত্রকদের থেকে ভিন্ন, Triacontanol প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত এবং এতে কোনো ক্ষতিকারক রাসায়নিক থাকে না। এটি তাদের জন্য একটি আকর্ষণীয় বিকল্প করে তোলে যারা তাদের ফসলের স্বাস্থ্য এবং ফলন উন্নত করার জন্য একটি কার্যকর এবং টেকসই উপায় খুঁজছেন।

Triacontanol 0.05% EC একটি বহুমুখী এবং কার্যকর উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক যা উদ্ভিদের জন্য সম্ভাব্য সুবিধার একটি পরিসীমা রয়েছে। আপনি একজন কৃষক যা আপনার ফসলের ফলন উন্নত করতে চাইছেন, একজন উদ্যানতত্ত্ববিদ আপনার গাছের স্বাস্থ্যের উন্নতি করতে চাইছেন, অথবা একজন মালী যে একটি পরিবেশ বান্ধব বিকল্প খুঁজছেন, Triacontanol 0.05% EC অবশ্যই বিবেচনার যোগ্য।

সমস্ত ফুল গাছের ক্ষেত্রে মিরাকুলান পি জি আর (Miraculan PGR Triacontanol 0.05% EC) | Plant Growth Regulator এর প্রয়োগ পদ্ধতি
ফসলপরিমান
সমস্ত ধরনের ফুল গাছের ক্ষেত্রে১.৫ মি লি/১ লিটার জলে
ফসলপরিমান
আলু, কুমড়ো, টমেট, শসা, বেগুন, ঢেঁড়স, ফুলকপি, বাঁধাকপি, লাউ প্রভৃতির ক্ষেত্রে২ মি লি/১ লিটার জলে
ফসলপরিমান
গম, ধান, ভুট্টা, কলাই প্রভৃতির ক্ষেত্রে৩ মি লি/১ লিটার জলে
ফসলপরিমান
লঙ্কা, পান, রসুন, পিঁয়াজ, সরিষা, সয়াবিন, বাদাম প্রভৃতির ক্ষেত্রে২.৫ মি লি/১ লিটার জলে
ফসলপরিমান
কাঁঠাল, আম, লিচু, পেয়ারা, কলা, জাম, তরমুজ, কুল, লেবু প্রভৃতির ক্ষেত্রে২ মি লি/১ লিটার জলে

প্রিয় পাঠক, এই প্রতিবেদনটি পঠন করবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মতো পাঠকের সহযোগিতা “ক্রিয়েটিভিটি গার্ডেনিং” সর্বদা কাম্য করে। গাছই আমাদের একমাত্র সম্পদ যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে পারে, বাঁচিয়ে রাখতে পারে। নিঃস্বার্থে গাছ ভালবাসুন, সকলকে গাছ লাগাতে উৎসাহিত করুন।

আপনাদের যদি এই বিষয়ে কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাতে জানাবেন। সেগুলোর সমাধান করাবার আমি যথাসাধ্য চেষ্টা করব। আপনার মূল্যবান রেটিং দিয়ে উৎসাহিত করুন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো নমস্কার।

FAQ [Frequently Asked Questions]

মিরাকুলান পি জি আর (Miraculan PGR) কি ?

মিরাকুলান পি জি আর হচ্ছে প্রাকৃতিকভাবে সংঘটিত সক্রিয় উপাদান ট্রায়াকন্টানল ভিত্তিক একটি অত্যন্ত কার্যক্ষমতা সম্পন্ন উদ্ভিদ বৃদ্ধি উদ্দীপক। এটির ব্যাবহারে গাছের পুষ্টি গ্রহন ক্ষমতা বেড়ে যায় ফলে অধিক ফুল ও ফল ধারনে সহায়তার মাধ্যমে ফলন বাড়িয়ে দেয়।

মিরাকুলান (Miraculan) কেন গাছে ব‍্যবহার করা উচিত ?

অনেক সময় গাছে সঠিক মাত্রায় খাবার দেওয়ার পরেও সময় মতো ফুল, ফল আসে না, বা অকালেই গাছ থেকে কুঁড়ি ঝড়ে পাড়ে, বা সঠিক ভাবে গাছের বিকাশ হয় না। সামান্য মাত্রায় পুষ্টিমৌলের অভাব দেখা দিলে গাছের বৃদ্ধি ব‍্যাহত হওয়ার সাথে সাথে দেখা দিতে পারে বিভিন্ন রোগ।

মিরাকুলান গাছে কোন সময়ে ব্যাবহার করা উচিত ?

ফুল এবং ফল গাছের ক্ষেত্রে কুঁড়ি আসার আগে এবং পরে নির্দিষ্ট মাত্রায় স্প্রে করতে হবে। প্রতিটি গাছের জন্য ভিন্ন সময় এবং ভিন্ন অনুপাতে স্প্রে করবার নিয়ম।

পিজিআর (PGR Fertilizer) ব্যবহারে ফলনের পরিমান বাড়বে ?

হ্যা বাড়বে, পিজিআর হচ্ছে প্রাকৃতিকভাবে সংঘটিত সক্রিয় উপাদান ট্রায়াকন্টানল ভিত্তিক একটি অত্যন্ত কার্যক্ষমতা সম্পন্ন উদ্ভিদ বৃদ্ধি উদ্দীপক। এটির ব্যাবহারে গাছের পুষ্টি গ্রহন ক্ষমতা বেড়ে যায় ফলে অধিক ফুল ও ফল ধারনে সহায়তার মাধ্যমে ফলন বাড়িয়ে দেয়।


4.4/5 - (9 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *