Last updated on August 24th, 2023 at 09:27 pm
ক্রোসান্ড্রা (Crossandra) বা আবুলি একটি গরমের ফুল গাছ | বাংলায় এই গাছটিকে আমরা সকলের ক্রোসেন্ডা প্রিয়দর্শী নামে চিনি কিন্তু এর ইংরেজি নাম ফায়ারক্র্যাকার ফুল (firecracker flower)
আপনি যদি ফুলগাছ ভালবেসে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি অবশ্যই আপনার জন্যI অনেকে এমন একটি গাছের সন্ধান করে থাকেন যে গাছের ফুল দীর্ঘদিন ধরে স্থায়ী হবে অথচ ফুলের রঙেরও কোন পরিবর্ত হবে নাI
আজকের এই প্রতিবেদনটি থেকে আপনি ক্রোসান্ড্রা গাছের প্রতিস্থাপন থেকে শুরু করে পরিচর্যা সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে পারবেনI
প্রচুর ফুল পেতে ক্রোসেন্ডা গাছের পরিচর্যা কিভাবে করবেন
বর্তমানে জনপ্রিয় ফুল গাছের মধ্য অন্যতম ক্রোসেন্ডাI গাছটি বহুবর্ষজীবী এবং ঝোঁপ প্রকৃতির হয়, বহুবর্ষজীবী ক্রোসেন্ডা ফুলগাছ টি উচ্চতায় প্রায় ১ থেকে দেড় মিটার (৫ ফুঁট) পর্যন্ত হতে পারে। ফুলগুলি কমলা রঙের (Orange) এবং পাপড়ি গুলি অনেক স্তরে সাজানো থাকে। প্রতিটি পুষ্পমঞ্জরিতে প্রচুর সংখ্যার ফুল থাকে। গাছের প্রতিটি ডালের শীর্ষে দন্ডের ন্যায় স্টিকে নিচের দিক থেকে গুচ্ছ আকারে প্রচুর ফুল ফোটে। বসন্তের শুরু থেকে গাছে ফুল ফোটা শুরু হয় এবং শীত আসতেই গাছে ফুল কমে যেতে দেখা যায় অর্থাৎ মার্চ-এপ্রিল থেকে সেপ্টেম্বর অক্টোবর মাস গাছের flowering season। গাছের প্রতিটি স্টিকের ফুল ২০ থেকে ২৫ দিন স্থায়া হয়।
গাছটির বিজ্ঞানসম্মত নাম Crossandra infundibuliformis, এটি Acanthaceae পরিবারের একটি উদ্ভিদ, মাদাগাস্কার দিপে, আফ্রিকা, আরব, শ্রীলঙ্কা এবং ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে এই প্রজাতির গাছগুলি দেখতে পাওয়া যায়। গ্রীষ্মমন্ডলীয় এবং আর্দ্র আবহাওয়া এই গাছের জন্য অনুকূল ।
Crossandra চারা গাছ কোথায় পাবেন ?
ক্রোসান্ড্রা গাছের চারা যেকোনো নার্সারি থেকে আপনি সংগ্রহ করতে পারেন, ১০০ থেকে ২০০ টাকার মধ্যেই আপনি চারা পেয়ে যাবেন বা তার চেয়েও কমবেশি হতে পারে। ক্রোসান্ড্রা গাছের চারা সংগ্রহের সময় রোগ মুক্ত, ভালো ও সুস্থ সবল চারা নির্বাচন করতে হবে। চারা সংগ্রহের আদর্শ সময় জানুয়ারী মাস থেকে জুন জুলাই।
[আরও পড়ুন: টেকোমা গাছের প্রতিস্থাপন এবং পরিচর্যা যে ভাবে করবেন | Tecoma Plant Care]
Crossandra স্থান নির্বাচন:-
গাছটি মোটামুটি দিনে ৪ থেকে ৬ ঘটা রৌদ পাই তেমন স্থানে প্রতিস্থাপন করা উচিত, এতে গাছের বাড়বাড়ন্ত ভালো হয় এবং রোগে আক্রান্ত কম হয়। গাছটি মাটিতে বসানোর ৭-৮ মাস পরেই ফুল আসা শুরু হয়। সুনিষ্কাশিত যে কোনো ধরনের মাটিতেই এই উদ্ভিদ জন্মায়। মাঝারি আর্দ্রতা এবং উচ্চ আর্দ্রতা যুক্ত স্থানে গাছটি ভাল হয়।
গাছটিকে সরাসরি মাটিতে প্রতিস্থাপন করতে চাইলে, প্রতিস্থাপন এর পূর্বে মাটি ভালো করে খুঁড়ে নিতে হবে| তার পর পরিমান মত ৬ মাসের পুরানো গোবর সার/ পাতাপঁচা সার, সাথে এক মুঠো হাঁড়গুড়ো, এক মুঠো শিংকুচি, এক মুঠো নিমখোল এবং কিছুটা সরিষার খোল মাটির সাথে ভাল করে মিশিয়ে ১৫ থেকে ২০ দিনের জন্য ঢেকে রেখে দিতে হবে| ফলে গাছটি নিজেই তার চাহিদা অনুযায়ী পুষ্টিমৌল মাটি থেকে সংগ্রহ করে বেড়ে উঠবে । ২০ দিন পরে জায়গাটি তৈরি হয়ে গেলে গাছটিকে চূড়ান্ত প্রতিস্থাপন করতে হবে।
[আরও পড়ুন: এলামুন্ডা গাছের সম্পূর্ণ পরিচর্যা | Complete Care Of Allamanda Plant]
টব নির্বাচন ও মাটি প্রস্তুত:-
ক্রোসান্ড্রা একটি Hardy এবং Parmanent Plant তাই ভালো হয় বড় গামলা জাতীয় টব নির্বাচন করলেI টবে নির্বাচনের ক্ষেত্রে ১০ ইঞ্চি অথবা ১২ ইঞ্চি টব সংগ্রহ করতে হবে। গাছের গোড়ায় যেন জল না জমতে পারে তার জন্য টবের নীচে ফুটো করে জলনিকাশির ব্যবস্থা করতে হবে। বর্ষাকালে টবগুলি এমন জায়গায় রাখবেন, যাতে গাছের গোড়ায় জল না দাঁড়ায়। গাছের গোড়ায় জল জমলে গাছটি মাড়া যেতে পারে।
গাছটি টবে সঠিক মাত্রায় পুষ্টি মৌল পেলে দ্রুত বেড়ে ওঠে। ক্রোসান্ড্রা একটু হালকা ধরণের লাল মাটি অথবা বেলে দোঁয়াশ মাটি পছন্দ করে। এই গাছটি প্রতিস্থাপনের পূর্বে ৫০ শতাংশ বেলে দোঁয়াশ মাটি নিতে হবে আর নিতে হবে ৩০ শতাংশ জৈব সার (এক বছরের পুরনো গোবর সার/ পাতা পঁচা/ভার্মিকম্পোস্ট), আর নিতে হবে দুই চামচ হাঁড় গুড়ো, দুই চামচ শিং কুঁচি এবং এক চামচ নিম খোল দ্বারা মাটি প্রস্তুত করে গাছটি টবে প্রতিস্থাপন করতে হবে । টবে প্রতিস্থাপন করলে গরমের সময়ে মাটির ময়েশ্চার ধরে রাখার জন্য ব্যবহার করতে হবে কোকোপিট অথবা কাঠের গুঁড়ো।
প্রতিস্থাপন পদ্ধতি :-
প্রথমে টবের ছিদ্র গুলোকে ইটের টুকরো/ টব ভাঙা টুকরো দিয়ে আটকে দিতে হবে, ছিদ্র গুলো আটকে দেওয়ার পর কিছু নুড়ি-বালি টবের মধ্যে বিছিয়ে দিয়ে এক ইঞ্চি বেড তৈরি করতে হবে যাতে অতিরিক্ত জল ড্রেনেজ সিস্টেম থেকে টবের বাইরে বেরিয়ে যেতে পারে। এর পর টবের মধ্য অল্প পরিমাণ মাটি দিয়ে একটি লেয়ার তৈরী করতে হবে এবং মাটি ভালোকরে ঠেসে ঠেসে দিতে হবে কারণ ঠেসে দিলে মাটির মধ্যে থাকা বাতাস বেরিয়ে যায় ফলে গাছের শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে না। প্রতিস্থাপন হয়ে গেলে প্রায়াজন মতো জল দিয়ে দিতে হবে।
[আরও পড়ুন: সারা বছর ধরে জবা গাছের পরিচর্যা যে ভাবে করবেন]
আলো :-
ক্রোসান্ড্রা গাছ যেহেতু রৌদ খুব ভালোবাসে তাই যেখানে দিনে ৪ থেকে ৬ ঘন্টা সরাসরি সূর্যের আলো পাই তেমন স্থানে টবটি রাখতে হবে। ব্যালকনিতে ও করা যায় তবে যে স্থানে আলো আসে সেখানে গাছটি রাখতে হবে। এতে যতটুকু রোদ পাবে তাতেই গাছটি সুন্দর ভাবে বেড়ে উঠতে পারবে। ক্রোসান্ড্রা গাছের জন্য উপযুক্ত তাপমাত্রা ২২ থেকে ৩৫।
আর্দ্রতা:-
মাঝারি আর্দ্রতা এবং উচ্চ আর্দ্রতা যুক্ত স্থানে গাছটি সব থেকে ভাল বাড়ে।
জল :–
গরমকালে এই গাছে জলের চাহিদা ভীষনভাবে থাকে, কারণ মার্চ মাস থেকে এই গাছে ফুল ফোঁটা শুরু হয়, তাই গরমের মরসুমে গাছের গোড়া সর্বদা ভেঁজা রাখতে হবে। শুধু লক্ষ্য রাখতে হবে বর্ষাকালে গাছের গোড়ায় যেন জল না জমে। শীতকালে গাছে খুব বেশি জলের প্রায়াজন হয় না। বর্ষাকালে গাছটিকে একটু সাবধানে রাখবেন ।
[আরও পড়ুন: মাধবীলতা গাছের যত্ন | Hiptage Benghalensis]
ক্রোসেন্ডা গাছের খাবার প্রয়োগ:-
টবে গাছ বসানোর ১ থেকে ২ মাসের মধ্য কোন রাসায়নিক সার ব্যাবহার করা যাবে না, বসন্তের শুরুতে গাছে ফুল ফোঁটা শুরু হয়, তাই জানুয়ারী মাস থেকে গাছের যত্ন এবং পরিচর্যা শুরু করে দিতে হবে | ১০ থেকে ১২ ইঞ্চি টবের গাছের জন্য একমুঠো পরিমাণ জৈব সার দিলে ভালো হয়। জৈব সারের মধ্য কলার খোসা, ডিমের খোসা, হাঁড় গুড়ো, শিং কুঁচি ,পাতাপচা সার, সরিষার খোল প্রভৃতি দেওয়া যেতে পারে| ১০ থেকে ১২ ইঞ্চি টবের জন্য এক মুঠো (এক বছরের পুরনো গোবর সার/ পাতা পঁচা/ভার্মিকম্পোস্ট), আর নিতে হবে এক চামচ হাঁড় গুড়ো, এক চামচ শিং কুঁচি, এক চামচ সরিষার খোল এবং দুই চামচ অনুখাদ্য একত্রে মিশিয়ে গাছের গোড়ায় ব্যাবহার করতে হবে । এটি আপনারা ৩০ থেকে ৪০দিন অন্তর ব্যাবহার করবেন| জৈব সারের পরবর্তে DAP ১০ থেকে ১২ ইঞ্চি টবের জন্য ১৫ থেকে ২০টি দানা গাছের গোড়া থেকে কিছুটা দূরে টবের ধারে মাটিতে দিয়ে দিতে পারেন। ৪৫ দিন অন্তর ব্যাবহার করবেন| রাসায়নিক সার ব্যাবহারের ১৫- ২০ দিন পর যে কোন কম্পোস্ট সার মাটিতে দেওয়া যেতে পারে। এছাড়াও আপনি যদি অন্য ভাবে সার প্রয়োগ করতে চান তাহলে বাজার চলতি যে NPK গুলি পাওয়া যায় সেগুলি ব্যবহার করতে পারোI মনে রাখবেন, অতিরিক্ত রাসায়নিক সার গাছের জন্য বিপদজনক।
রোগবালাই বা কীটনাশক প্রয়োগ :-
অন্যান্য গাছের তুলনায় এইগাছে পোঁকা- মাকড়ের আক্রমন কম দেখা যায়। তবুও গাছকে সুস্থ সবল রাখতে প্রতি ১৫ দিন অন্তর নিম অয়েল (Neem Oil) জলের সাথে মিশিয়ে সন্ধাতে স্প্রে করতে হবে। বর্ষার মরসুমে এই গাছের গোড়ায় ও গাছের পাতাতে শাঁমুকের উপদ্রব দেখা যায়, এর জন্য রাসায়নিক কীটনাশক ব্যাবহার করতে হবে Cypermethrine কম্পাজিশনের।
[আরও পড়ুন: স্থলপদ্ম গাছের কিছু কথা এবং তার কাটিং পদ্ধতি]
FAQ [Frequently Asked Questions]
ক্রোসেন্ডা গাছে কত রঙের ফুল হয় ?
ক্রোসেন্ডা (Crossandra) ফুলগুলি অপ্রতিসম পাঁপড়ির সমন্বয়ে গঠিত হয়। ফুলগুলি চার-পার্শ্বযুক্ত ডাঁটাযুক্ত স্পাইক থেকে বৃদ্ধি পায় । Common রঙের ফুলগুলি সাধারণ কমলা হয়, এছাড়াও সালমন-কমলা বা এপ্রিকট, কুইন রেড, হলুদ এবং এমনকি ফিরোজা রঙেরও হয়ে থাকে।
ক্রোসেন্ডা গাছ কত দ্রুত বৃদ্ধি পায় ?
ক্রোসেন্ডা (Crossandra) একটি মাঝারি বৃদ্ধি সম্পর্ন উদ্ভিদ এবং অঙ্কুরিত হওয়ার প্রায় সাত মাস পরে ফুল ফুঁটতে দেখা যায়।
ক্রোসেন্ডা (Crossandra) একবর্ষজীবী না বহুবর্ষজীবী উদ্ভিদ ?
ক্রোসেন্ডা (Crossandra) হল একটি বহুবর্ষজীবী উদ্ভিদ যা আপনি জীব থেকে সহজেই চারা গাছ তৈরী করতে পারবেন। এটি গাছটি তার আকর্ষণীয় চকচকে সুবজ পাতার জন্য জনপ্রিয়, এটি তার সহজ-বর্ধনশীল প্রকৃতির জন্য।
ক্রোসেন্ডা কি সরাসরি সূর্যের আলো পছন্দ করে ?
ক্রোসেন্ডা মৃদু সূর্যের আলো পছন্দ করে, তবে তীব্র সূর্যের আলো একদমই পছন্দ করে না । বসন্তের সময়ে যতটুকু রোদ পায় তাতেই গাছটি সুন্দর ভাবে বেড়ে ওঠে। ক্রোসান্ড্রা গাছের জন্য উপযুক্ত তাপমাত্রা ১৮ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
আমরা কি ভাবে ক্রোসেন্ডা গাছ থেকে বেশি ফুল পেতে পারি ?
মাঝারি এবং উচ্চ আর্দ্রতা যুক্ত স্থানে, যে স্থানের তাপমাত্রায় কমপক্ষে ১৮ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে, গরমে মাটি সর্বদা আর্দ্র রাখতে হবে, ভেজা নয়, গাছে ফুল আসার আগে থেকে যতদিন গাছে ফুল থাকবে তত দিন নিয়ম করে গাছে খাবার দিতে হবে।
প্রিয় পাঠক, এই প্রতিবেদনটি পঠন করবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মতো পাঠকের সহযোগিতা “ক্রিয়েটিভিটি গার্ডেনিং” সর্বদা কার্ম করে। গাছই আমাদের একমাত্র সম্পদ যা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কে সুরক্ষিত করতে পারে, বাঁচিয়ে রাখতে পারে। নিঃস্বার্থে গাছ ভালোবাসুন, সকলকে গাছ লাগাতে উৎসাহিত করুন।