Last updated on July 12th, 2024 at 03:57 pm
বর্ষার ফুলের মধ্য রেইন লিলি (Rain Lily Flower) অন্যতম এই গাছের বৈজ্ঞানিক নাম Zephyranthes। টব ভর্তি প্রচুর ফুল পেতে রেইন লিলি গাছের যত্ন (Rain Lily Care)।রেইন লিলির অপরূপ সৌন্দর্য্যে বর্ষার যে কোন ফুলকেই হার মানাবে। ফুল গুলি সাদা, লাল, গোলাপি, পিচ, হলুদ অনেক রঙের হয়। ছাঁয়াতে রাখলে ফুলের পরিমান অনেক কমে যায়। তাই টব ভর্তি প্রচুর ফুল পেতে দিনে ৬ থেকে ৮-ঘটা সূর্যের আলোতে গাছ রাখতে হবে।
তবে, মাটিতে রাখা গাছের তুলনায় টবে রাখা গাছের পরিচর্যা একটু ভিন্ন হয়। আজকের এই প্রতিবেদন থেকে আপনি রেন লিলি গাছের গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন।টব ভর্তি প্রচুর ফুল পেতে রেইন লিলি গাছের যত্ন | Rain Lily Flower
বর্ষার মরসুমে গাছগুলি প্রকৃতির কোলে হাজির হয় রং বেরঙের ডালি নিয়ে। বর্ষার মরসুমে ফুল গুলি ফোটে বলে এর নাম রেইন লিলি । বছরের অন্যান্য সময়ে এদের দেখা না মিললেও বর্ষার সময়ে বাড়ির বারান্দার, ব্যালকনিতে বা টবে সারি সারি লিলি ফুল ফুঁটতে দেখা যায়। বর্ষা থেকে শরৎকাল এদের ফুল ফোঁটার সময়। ভারতবর্ষ সহ সমস্ত প্রতিবেশী দেশ গুলিতে যত প্রকারের লিলি ফুলের দেখা পাওয়া যায় তার অধিকাংশ বিদেশি প্রজাতির এবং এদের সুনির্দিষ্ট কোন বাংলা নাম নেই। এই গাছের বাল্বগুলি একবার প্রতিস্থাপান করলে কয়েক মাসের মধ্যেই এত বেড়ে যায় যে, তার চার পাশে ঝোপ তৈরি করে ফেলে। লিলির বাল্ব কিনতে পাওয়া যায় এছাড়াও বীজ থেকেও চারা গাছ তৈরী করা যায়।
বৈজ্ঞানিক নাম:
রেইন লিলি গাছের বৈজ্ঞানিক নাম Zephyranthes। Zephryanthes হল প্রায় ৭০টি প্রজাতির একটি প্রজাতি Amaryllidaceae (amaryllis family) যার আদি নিবাস দক্ষিণ উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। এই ফুলের অন্যান্য নামের মধ্যে fairy lily, rain flower, zephyr lily, Atamasco lily, magic lily উল্লেখযোগ্য, প্রতিটি রেইন লিলি অ্যামেরিলিডেসি পরিবারের সদস্য। এটি একটি সপুস্পক জাতীয় উদ্ভিদ।
প্রজাতি:
1. গোলাপী রেইন লিলির বৈজ্ঞানিক নাম – Zephyranthes rosea. 2. হলুদ প্রজাতির ফুলের বৈজ্ঞানিক নাম – Zephyranthes citrina. 3. সাদা প্রজাতির ফুলের বৈজ্ঞানিক নাম – Zephyranthes candida. 4. হলুদ প্রজাতির ফুলের বৈজ্ঞানিক নাম – Zephyranthes Sulphurea কয়েকটি প্রজাতির নাম উল্লেখ করা হলো- 1. Zephyranthes albiella 2. Zephyranthes albolilacinus 3. Zephyranthes americana 4. Zephyranthes amoena 5. Zephyranthes andina 6. Zephyranthes atamasco 7. Zephyranthes bella 8. Zephyranthes bifolia 9. Zephyranthes brevipes 10.Zephyranthes breviscapa 11.Zephyranthes briquetii 12.Zephyranthes candida 13.Zephyranthes capivarinaবংশবিস্তার:-
পেয়াজের মতো কন্দ বা বাল্ব গুলির মাধ্যমে এই গাছের বংশবিস্তার হয়ে থাকে, এছাড়া বীজ থেকেও চারা গাছ তৈরী করা যায়।স্থান নির্বাচন:-
হালকা ঢালু জমি নির্বাচন করতে হবে যাতে বর্ষাকালে গাছের গোড়ায় জল না জমতে পারে, এই গাছে খুব বেশি সূর্যের আলোর প্রয়োজন হয় না কারন এটি বর্ষাকালের ফুল। তবে ছায়াতে রাখলে ফুলের পরিমান অনেক কমে যায়। যদি উজ্জ্বল আলোতে রাখা যায় তবে নিয়মিতভাবে প্রায় সারা বর্ষাকাল জুড়ে ফুল ফোটে। এটি সাধারনত বাল্ব থেকে দ্রুত বংশ বিস্তার করে আবার বীজ থেকেও চারা গাছ তিরী হয়। যে কোনও মাটিতেই রেন লিলি খুব ভাল হয়। কন্দগুলিকে মাটিতে বসানোর পূর্বে জায়গাটি কে ভালো করে জৈবসার দিয়ে প্রস্তুত করে নিতে হবেI পরবর্তী সময়ে গাছটি নিজেই তার চাহিদা অনুযায়ী পুষ্টিমৌল মাটি থেকে শোষণ করে বেড়ে উঠবে । তবে প্রতি বছরে বর্ষার আগে একবার হলেও গাছের গোড়ায় সার প্রয়োগ করা প্রয়োজন, তবে কন্দগুলিকে যদি টবে প্রতিস্থাপন করতে চান, তাহলে গাছটির চাহিদা অনুযায়ী খাবার,আলো,জল, কীটনাশাক এর মতো গুরুত্বপূর্ণ বিষয় গুলি খেয়াল করতে হবে।
টব ভর্তি প্রচুর ফুল পেতে রেইন লিলি গাছের যত্নকন্দ বা বাল্বে নির্বাচন:-
বর্ষার মরসুমে গাছভর্তি প্রচুর ফুল পেতে হলে শীতের আগে বাল্ব বা কন্দগুলি মাটিতে প্রতিস্থাপন করতে হবে, তবে কন্দগুলি প্রতিস্থাপনের সময় ভাল জাতের বড় কন্দ বা বাল্ব নির্বাচন করতে হবে। ছোট বা মাঝারি বাল্ব নির্বাচন করলে ফুল আসতে দেরী হয়। বাল্বগুলি আপনারা যে কোন নার্সারি থেকে অথবা অনলাইন থেকেও সংগ্রহ করতে পারেন। এছাড়া বীজ থেকেও চারাগাছ তৈরী করা যায়, তবে সেক্ষেত্রে দুই থেকে তিন বছর ফুল আসতে সময় লাগে।কন্দ বা বাল্বের প্রতিস্থাপন:-
বাল্ব গুলিকে মাটিতে পোঁতার সময়ে মাটি ১০ থেকে ১২ ইঞ্চি পর্যন্ত খুঁচিয়ে একটু ঝুরঝুরে করে দেবেন। তার পরে লিলির বাল্ব গুলি মাটির ২ থেকে ৩ ইঞ্চি গভীরে পুঁতে দিতে হবে। এতে বাল্ব অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকে। এবং বালি মাটিতে প্রতিস্থাপন করলে তুলনামূলক একটু বেশি গভীরে রোপণ করুন। টবে প্রতিস্থাপন করলে গাছের গোড়ায় যেন জল জমে না থাকে। টবের নীচে ফুটো করে জলনিকাশির ব্যবস্থা করতে হবে। বর্ষাকালে টবগুলি এমন জায়গায় রাখবেন, যাতে গাছের গোড়ায় জল না দাঁড়ায়। গাছের গোড়ায় জল জমলে লিলির বাল্ব পচে গেলে পুরো গাছই মরে যেতে পারে।
জল প্রয়োগ:-
বর্ষাকালে বৃষ্টির ফোঁটা গাছে পড়লেই ফুলের আগমন ঘটে, তাই এই সময়ে গাছে জলের প্রয়োজন বেশি হয় না, কিন্তু গরমকালে একদিন অন্তর অন্তর গাছে জল প্রয়োগ করতে হবে। এবং শীতকালে প্রতি ৭ দিন অন্তর এক বার প্রয়োগ করতে হবে।তাপমাত্রা এবং আর্দ্রতা:-
টব ভর্তি প্রচুর ফুল পেতে রেইন লিলি গাছের যত্ন | Rain Lily Flower নিতে হবে,কড়া রোদের আলোতে অথবা যে স্থানে দিনে কমপক্ষে দিনে ৬ থেকে ৮-ঘটা সূর্যের আলো পায় সেই স্থানে গাছ রাখতে হবে। রেইন লিলি উষ্ণ, আর্দ্র পরিবেশের জন্য সবচেয়ে উপযুক্ত। শীতল ক্রমবর্ধমান অঞ্চলের গাছ প্রেমিকেরা প্রায় সারা বছরই ফুল উপভোগ করতে পারে, যেখানে তারা বর্ডার ফিলার হিসাবে নির্ভরযোগ্যভাবে কাজ করে।সার প্রয়োগ:
বাল্বাগুলি মাটিতে বসানো থাকলে গাছের গোড়ায় সার প্রয়াগ করতে কোন অসুবিধা হয় না, খুব সহজেই মাটি খুঁড়ে সার দেওয়া যায়। তবে সমস্যা হয় টবের গাছের ক্ষেত্রে, গাছে বেশি ফুল পাবার জন্য ১ লিটার জলে ২৫০ গ্রাম সরিষার খোল ৩ থেকে ৪ দিনের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে , গাছে খোঁল জল গাছে দেওয়ার ২৪ ঘটা আগে ১০ ইঞ্চি থেকে ১২ ইঞ্চি টবের জন্য ১২ থেকে ১৫টি (DAP/TSP) দানা জলের সাথে বা খোল জলে মিশিয়ে প্রয়োগ করবেন। এটি আপনাদের এক মাস অন্তর অন্তর ব্যাবহার করবেন, যতদিন না গাছে ফুল শেষ হচ্ছে। তবে তীব্র গরমে গাছের গোড়ায় সরাসরি সরিষার খোল ব্যাবহার করবেন না। এছাড়াও সারা বছর, গোবর সারের তরল সার, সবজির খোসা ভেজানো জল, কলার খোসা ভেজানো জল গাছের গোড়ায় ব্যাবহার করতে পারেন এতে গাছ সুস্থ সতেজ থাকবে ও গাছের ফুলের সংক্ষ বৃদ্ধি পাবে এবং প্রত্যেক দেড় দু মাস অন্তর এক চামচ গুঁড়ো অনুখাদ্য প্রয়োগ করতে হবে।
রোগবালাই :-
অন্যান্য গাছের তুলনায় রেন লিলি গাছে পোঁকা- মাকড়ের আক্রমন কম দেখা যায়। তবুও গাছকে সুস্থ সবল রাখতে প্রতি ১৫ দিন অন্তর নিম অয়েল (Neem Oil) জলের সাথে মিশিয়ে সন্ধাতে স্প্রে করতে হবে। নিয়মিত মাটিতে রোপণ করা গাছ বা টবের রোপণ করা গাছগুলো পরীক্ষা করে দেখতে হবে। বর্ষার মরসুমে এই গাছের গোড়ায় ও গাছের পাতাতে শাঁমুকের উপদ্রব দেখা যায়, এর জন্য রাসায়নিক কীটনাশক ব্যাবহার করতে হবে Cypermethrine কম্পাজিশনের।
রেইন লিলি উষ্ণ, আর্দ্র পরিবেশের জন্য সবচেয়ে উপযুক্ত। শীতল ক্রমবর্ধমান অঞ্চলের গাছ প্রেমিকেরা প্রায় সারা বছরই ফুল উপভোগ করতে পারে, যেখানে তারা বর্ডার ফিলার হিসাবে নির্ভরযোগ্যভাবে কাজ করে।