Last updated on September 4th, 2022 at 08:21 pm
মাধবীলতা বলতে আমরা সকলে লাল এবং সাদা মিষ্টি সুবাসের ফুল গুলিকে চিনে থাকি, কিন্তু বাস্তবে সেই ফুলগুলি মধুমালতী বা মধুমঞ্জুরি। মধুমালতী আর মাধবীলতা দুটো সম্পূর্ণ আলাদা গাছ ও ফুল। মাধবীলতা গাছের ফুলগুলি সাদা রঙের সুবিন্যস্ত গুচ্ছাকারে ফোটে।
মাধবীলতা Malpighiaceae পরিবারের অন্তর্ভুক্ত। এর বোটানিক্যাল নাম Hiptage benghalensis যার Hiptage নামটি এসেছে গ্রিক Hiptamai থেকে, যার মানে হল “উড়ে যাওয়া”। মাধবীর আদি নিবাস ভারতবর্ষ এছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়া এবং ফিলিপাইন প্রভৃতি অঞ্চলে গাছগুলি দেখতে পাওয়া যায় । উষ্ণ বা নাতিশীতোষ্ণ আবহাওয়াতে গছিটি ভাল জন্মে।
মাধবীলতা গাছের বিশেষ পরিচর্যা | Madhavilata Plant Care
মাধবীরলতার মুকুলগুলো সূক্ষ্ম রোমে আবৃত থাকে এবং পাঁচ পাপড়ি বিশিষ্ট ফুলগুলি সাদা বর্ণের হয় যার পঞ্চম পাপড়িটির গোঁড়ার দিক হলদেটে বর্নের হয়ে থাকে। মধুমালতীর মতোই মাধবীর ফুল অত্যন্ত সুগন্ধি হয়। গাছে বছরের গ্রীষ্ম ঋতু থেকে টানা বর্ষাকাল ধরে প্রচুর ফুল ফোটে। এই গাছের বীজ থেকে সহজেই চারাগাছ তৈরী হয়। মাধবীর বীজ তিন ডানা যুক্ত যা বাতাসে ভেসে ছড়িয়ে যায় এবং উড়ে গিয়ে প্রকৃতির নিয়মে বংশ বিস্তারে করে। তবে কেউ কেউ একে হেলিকপ্টার ফুল ও মদনমাস্তা নামেও ডেকে থাকেন। মাটিতে থাকা মাধবীলতা গাছের জন্য তেমন একটা যত্নের প্রয়োজন নেই, এরা অযত্নেই জন্মে, অযত্নেই বাড়ে, কিন্তু গাছ টবে থাকলে বিশেষ যত্ন এবং পরিচর্যার প্রয়োজন । মাধবীর বৃদ্ধি ধীর গতি হলেও এর চারা করা খুব সহজ। বীজ থেকে অথবা ডাল কেটে মাটিতে পুঁতে চারা গাছ সহজে করা যায়। তথাপি এই গাছটি ধীরে ধীরে আমাদের কাছে থেকে হারিয়ে যেতে বসেছে।
মাধবীলতা ফুল গাছটিকে মানুষ বাড়ির সৌন্দর্য বৃদ্ধি জন্য টবে প্রতিস্থাপন করে থাকে। মাধবী গাছ দীর্ঘজীবী ও বহুবর্ষী লতানো উদ্ভিদ। মাধবীলতা প্রধান লতাটি বা ডালটি সময়ের সাথে সাথে বেশ মোটা হয়ে যায়। দির্ঘাদিনের গাছ হলে ধীরে ধীরে মূল লতাটি মোটা হয়ে মাটিতে বহু দূর পর্যন্ত বিস্তার লাভ করে। তাই ডাল গুলিকে এক – দু বছর পরপর কেটে দিলে গাছিটি ঝোঁপের ন্যায় আকার ধারন করে এবং ততই নতুন নতুন ডালপালা গজায় আর ফুলের সংখ্যা বেশি হয়। এর পাতা দেখতে অনেকটা চাঁপা ফুলের ন্যায়, বিপরীতমুখী, আয়তাকার হয় এবং লম্বায় সাধারণত ৪ থেকে ৬ ইঞ্চি পর্যন্ত হতে পারে। এই সাদা মিষ্টি সুবাসের ফুলগুলি যেকোন মানুষকে মুগ্ধ করবে।
মাধবীলতা জন্য তেমন একটা যত্নের প্রয়োজন হয় না, এরা অযত্নেই জন্মে, অযত্নেই বাড়ে। কিন্তু আপনি যদি গাছগুলিতে টবে করতে চান তাহলে বিশেষ যত্ন এবং পরিচর্যার প্রয়োজন আছে তো এবার জেনে নেওয়া যাক এই গাছগুলোকে টবে প্রতিস্থাপন করতে গেলে গেলে কি ধরনের টব নির্বাচন, মাটি প্রস্তুত আমাদের করতে হবে।
মাধবীলতা জন্য স্থান নির্বাচন:-
মাধবীলতা গাছে সারা গ্রীষ্ম এবং বর্ষাকাল ধরে প্রচুর ফুল ফোঁটে , চারা গাছ রোপণের পূর্বে সঠিক জায়গা, পাত্র ও মাটি নির্বাচন করা উচিত। প্রতিদিন ৬ থেকে ৮ ঘন্টা সূর্যের আলো পায় তেমন স্থান নির্বাচন করতে হবে। মাটিতে বসালে গ্রীষ্মকালে গাছের গোড়ার মাটি সর্বদা ভেঁজা থাকে তেমন স্থান নির্বাচন করতে হবে।
এই গাছটি টবে করবার জন্য বেশি জায়গার প্রয়োজন হয় না আপনি আপনার বাগানের ছোট্ট একটি টবের মধ্যে ছোট আকারে খুব সহজেই মাধবীলতা গাছ পরিচর্যা করতে পারেন। এর জন্য একটু বড় মাপের টব নির্বাচন করতে হবে। ১২ ইঞ্চি বা তার অধিক উপরে হলেও সুবিধা হয়।
স্থান নির্বাচন হয়ে গেলে আপনাকে কাছাকাছি কোন ভালো নার্সারি থেকে ভালো জাতের গাছের চারা কিনে আনতে হবে। পালিথিনের চারা সংগ্রহের পূর্বে দেখে নেবেন শেকড় পালিথিনের ছিদ্র দিয়ে দেখা যাচ্ছে কি না।
[আরও পড়ুন: নীল অপরাজিতার পরিচর্যা | How to grow & care Blue Aparajita Flower Plant]
মাধবীলতা গাছের জন্য মাটি তৈরি:-
মাধবীলতা একটি Parmanent Plant সুতরাৎ চারা গাছ প্রতিস্থাপনের পূর্বে আদর্শ মাটি প্রস্তুত করাটা ভীষন প্রয়োজন, যে যে উপাদান নিতে হবে- উর্বর দোঁয়াশা মাটি ৫০% তার সঙ্গে নিতে হবে ২০% কোকো পিট ,৩০% এক বছরের পুরনো গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট এবং নিতে হবে চা চামচের তিন’চামচ হাড়গুড়ো,তিন’চামচ সিংকুচি এবং পরিমাণমতো নিম খোল হবে।
মাধবীলতা গাছের খাবার:-
গাছ টবে প্রতিস্থাপন করবার ৩০ দিনের মধ্য কোন ধরনের রাসায়নিক সার গাছের গোড়ায় দেওয়া যাবে না| টবে প্রতিস্থাপন করবার ৩০ থেকে ৪৫ দিন পর থেকে প্রতি মাসে একবার টবের মাটি খুঁচিয়ে আলগা করে দিতে হবে এতে গাছের শিকড় সহজে বাড়বে।
শীতকালে এই গাছের বিশেষ খাবারের প্রয়োজন হয় না কিন্তু গরমের শুরুতে এদের সারের প্রয়োজনীয়তা বেশি থাকে কারণ এ সময় গাছে প্রচুর কুঁড়ি আসতে শুরু কর। সঠিক যত্ন এবং পরিচর্যা করলে বর্ষার পরেও অথ্যাৎ শরৎ কাল পর্যন্ত এই গাছ থেকে ফুল পাওয়া যায়। প্রতিনিয়ত গাছে ফুল পেতে চাইলে প্রতি ১৫ দিনে একবার করে গাছে অল্প পরিমাণে সার প্রয়োগ করতে হবে।
[আরও পড়ুন: হলুদ স্থলপদ্ম গাছের প্রতিস্থাপণ এবং পরিচর্যা | How to Care for Yellow Rose Mallow]
প্রাথমিক অবস্থায় প্রত্যেক মাসে একবার করে দুমুঠো গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট এবং এক চামচ সরষের খোল এবং ১ চামচ করে Micronutrients:Top Gold, Agromin Gold, Agromin Max ব্যাবহার করবেন। দু মাসে এক বার গাছের গোড়ায় হাড়গুড়ো,সিংকুচি ব্যাবহার করতে হবে।
আলো:-
দিনে সাত-আট ঘণ্টা সূর্যের আলো পায় তেমন স্থানে গাছটিকে রাখতে হবে। তবে গ্রীষ্মকালের অতিরিক্ত গরমের সময় একটু ছায়াতে যেখানে আলো কম আসে এমন জায়গায় রাখতে পারলে ভালো হয়। এই গাছ ময়েশ্চার ভালবাসে, সেইজন্যই মাটির সঙ্গে কোকোপিট মেশানো হয়েছে।
জল প্রয়োগ:-
শীতকালে গাছে খুব বেশি জলের প্রায়াজন হয় না, তবে গরমকালে টবের গাছে দিন দু বেলা জল দেওয়া খুবই প্রায়াজন। বর্ষাকালে একটু খেয়াল রাখবেন টানা বৃষ্টি হলে টব টিকে গাছসুদ্ধু কাত করেও রেখে দিতে পারেন । বৃষ্টির কিছুদিন পর পর টবের মাটি একটু খুঁড়ে দেবেন ও গাছটিকে রৌদ্রে রেখে দেবেন। বর্ষাকালের টবের গাছগুলোতে ১০ থেকে ১২ দিন অন্তর অন্তর ছত্রাকনাশক স্প্রে করতে হবে।
ডালপালা কাঁটাই-ছাঁটাই:-
শীতের শুরুতে ডালপালা কাঁটাই- ছাঁটাই সম্পূর্ণ করে ফেলতে হবে। কেননা গরমের মাঝামাঝি সময় থেকে গাছে কুঁড়ি আশা শুরু হয়। যদি টবের মাটি পরিবর্তনের দরকার পড়ে তবে ডালপালা কাঁটাই- ছাঁটাই করবার সময় তা সম্পূর্ন করে ফেলবেন। এই গাছ খুবই তাড়াতাড়ি বেড়ে ওঠে তাই টবের মধ্যে বেশি বেড়ে উঠলে গাছের অসুবিধা হতে পারে সুতরাং গাছ একটু বড় হলেই শীতের পরপরই ডালপালা কাঁটাই- ছাঁটাই সম্পূর্ণ (hard pruning) করে দিন। ফলে গাছটি লতানো না হয়ে বেশ বুঁশি বা গুল্ম আকার ধারণ করবে। এইভাবে স্টেপ বাই স্টেপ গাছের যত্ন করতে পারলে আপনার ছাদবাগানেও খুব সুন্দরভাবে মধুমালতি ফুলের শোভা বৃদ্ধি করে উঠতে পারবেন।
পোকা-মাকড় দমন:-
এই গাছে প্রাথমিক অবস্থায় তেমন একটা পোকামাকড়ের আক্রমণ ঘটে না। তথাপি ১৫ দিন অন্তর নিম অয়েল জলের সাথে মিশিয়ে সন্ধাতে গাছে স্প্রে করবেন এবং পোকা-মাকড়ের উপদ্রব বেশি হলে রাসারনিক কীটনাশক ব্যবহার করতে হবে। অনেক ক্ষেত্রে বয়স্ক পাতার নিচে পোকামাকড় বেশি দিন আশ্রয় নেয় এর জন্য পাতা হলুদ হওয়া মাত্রই পাতার বোটা থেকে ছেঁটে ফেলে দিতে হবে। এছাড়াও সমস্ত রকম রোগবালাই থেকে গাছকে রোগ মুক্ত রাখতে গাছের গোড়ায় শুকনো নিমপাতা অথবা নিম খোল ছিঁটিয়ে দিলে অধিকাংশ কীট পতঙ্গের হাত থেকে গাছকে রক্ষা করা সম্ভব।
[আরও পড়ুন: বাড়ির টবে মধুমালতি চাষ পদ্ধতি | Easy To Grow Madhumalti plant ??]
Name | Position | Kingdom |
---|---|---|
মাধবীলতা, Madhabilata | Bengali | Plantae |
Madhavi Lata, माधवी लता | Hindi | Plantae |
Madhvi | Kannada | Plantae |
Chittilakody, Njarambodal Pongapoo, Seethambu, Sitampu | Malayalam | Plantae |
Clustered hiptage, Helicopter Flower Hiptage, Madhavi latha | English | Plantae |
Chittilakody, Njarambodal Pongapoo, Seethambu, Sitampu | Malayalam | Plantae |
Karipakkukodi, Kurkatikodi வசந்தகால மல்லிகை, Vasantakaala Malligai | Tamil | Plantae |
Raisentur | Mizo | Plantae |