গাছে ফুলের পরিমান বৃদ্ধি করতে ফ্লাওয়ার বুস্টার এর ব্যাবহার | Plant Growth Regulator

Last updated on August 16th, 2022 at 02:42 pm

গাছে ফুলের পরিমান বৃদ্ধি করতে ফ্লাওয়ার বুস্টার এর ব্যাবহার | Plant Growth Regulator কখন এবং কি ভাবে এটি ব্যাবহার করা উচিত ?

গাছের সব থেকে সুন্দর জিনিস টি হল ফুল,সৃষ্টির সব থেকে সুন্দর বরদান। গাছ নিজে থেকেই প্রকৃতির কোলে বেড়ে ওঠে এবং ফুল এবং ফল তৈরী করে। ফুলের নানা আকৃতি বিস্ময়কর এবং শ্বাসরুদ্ধকর। বর্তমান অধুনিক যুগে জল, বাতাস ক্রমাগত দূষিত হওয়ার ফলে গাছের ফুল এবং ফল আসতে বাধাপ্রাপ্ত হচ্ছে। গাছ সবুজ, সতেজ তথাপি গাছে ফুল আসছে না।

সাধারণত ফুল গাছ কিছুটা সংবেদনশীল হয় ফলে তাদের ভালোভাবে বেড়ে উঠতে আরও বেশি পরিচর্যা এবং যত্নের প্রয়োজন হয়। সিজনাল ফুল গাছের তুলনায় পারমানেন্ট গাছের প্রতি আমাদের বেশি যত্নশীল হতে হবে, দেখাগেছে আমরা সকলেই শীতের গাছের প্রতি যতটা যত্নশীল হয় ততটা পারমানেন্ট গাছের প্রতি যত্নশীল হয় না। আপনার বাগান ফুলে ভরিয়ে তুলতে শুধু নাইট্রোজেন, ফসফরাস, পটাসিয়াম যথেষ্ট নয় প্রয়োজন সঠিক মাত্রায় ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট। গাছে ফুলের পরিমান বৃদ্ধি করতে আমাদের উচ্চ এবং মাঝারি ফর্মুলায় তৈরী তরল সার ব্যাবহার করতে হবে। এতে স্বাভাবিকের তুলনায় বেশি ফসফরাস এবং পটাসিয়াম আছে, এছাড়াও আছে দস্তা, ম্যাঙ্গানিজ, আয়রন, কপার, বোরন এবং মলিবডেনাম ধারণকারী সুষম বহু-মাইক্রোনিউট্রিয়েন্ট। নাম Flower Booste, এটিতে সুষম এবং সহজে শোষণযোগ্য আকারে সমস্ত মাইক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট রয়েছে। ফ্লাওয়ার বুস্টারে আছে এক বিশেষ ধরনের হরমোন যা ফুলের সূচনা এবং ফলের সেটের জন্য প্রয়োজনীয়, এটি ফসলের উত্পাদনশীলতা বাড়তে সাহায্য করে। এটি প্রধানত উৎসেচক ও অনুখাদ্যের সমাহারে তৈরি হয়। এই ফ্লাওয়ার বুস্টার ব্যবহার করে, আপনি সহজেই আপনার বাড়ির আঙ্গিনায় ফুলে ভরিয়ে তুলতে পারেন।

গাছে ফুলের পরিমান বৃদ্ধি করতে ফ্লাওয়ার বুস্টার এর ব্যাবহার | Plant Growth Regulator
গাছে ফুলের পরিমান বৃদ্ধি করতে ফ্লাওয়ার বুস্টার এর ব্যাবহার | Plant Growth Regulator

ফ্লাওয়ার বুস্টারের প্রয়োজনীতা

১. ফ্লাওয়ার বুস্টার(Flower Booster) ফুলের উৎপাদন বাড়াতে সাহায্য করে।
২.গাছকে সুস্থ, সতেজ, সবুজ ও আকর্ষণীয় করে রাখতে সাহায্য করে।
৩. গাছে ফুলের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি গাছের আকার এবং কাটা জাতীয় ফুলের গুণমান বৃদ্ধি করতে সাহায্য করে।
৪. ফুলের মূল রঙ এবং সুগন্ধ প্রদানে সাহায্য করে ।

ফ্লাওয়ার বুস্টারের ব্যাবহার:

সমস্ত ধরনের ফুল গেছে এটি ব্যাবহার করতে পারবেন।

ফ্লাওয়ার বুস্টারের ব্যাবহারের নিয়ম:

তরল হলে : প্রতি এক লিটার জলে ৪ ml মিশিয়ে পাতার উভয় প্রান্তে স্প্রে করতে হবে। ২0 দিন পরে পুনরায় স্প্রে করবেন, পর পর তিনবার করবেন।

কঠিন হলে : প্রতি এক লিটার জলে ৫ গ্রাম বা ৫ মিলি মিশিয়ে পাতার উভয় প্রান্তে স্প্রে করতে হবে। ২0 দিন পরে পুনরায় স্প্রে করবেন, পর পর তিনবার করবেন।

[আরও পড়ুন: Micro Nutrients বা অনুখাদ্য কি ?]
[আরও পড়ুন: শামুক ঝিনুকের দ্বারা তৈরি জৈব সার]
[আরও পড়ুন: শিং কুচি বা Horn meal কি ?]
[আরও পড়ুন: ডিমের খোসা দিয়ে জৈব সার তৈরির পদ্ধতি | Eggshell Fertilizer]
[আরও পড়ুন: পাকা বেল থেকে তৈরী তরল সার | Organic Liquid Fertilizer]

5/5 - (1 vote)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *