Last updated on January 15th, 2024 at 02:50 pm
এপসম সল্ট আসলে ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম এবং সালফার এই এপসম সল্টের মধ্যে থাকে। এপসম সল্ট-এর সঙ্গে খাবার লবণ বা অন্য কোনো ধরনের লবণের কোনো মিল নেই। গাছের বৃদ্ধি বিকাশের জন্যে যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ প্রয়োজন হয়।
কিন্তু তার পরেই ক্যালসিয়াম, সালফার এবং ম্যাগনেসিয়ামের খুব প্রয়োজন হয়। ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট চিনির আকারের মতো, খুব স্বচ্ছ এবং খুব সহজেই জলে গুলে যায়।
গাছে এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট ব্যাবহারের উপকারীতা জানলে, চমকে উঠবেন!
এপসম সল্ট কখন ব্যাবহার করবেন?
ম্যাগনেসিয়াম, সালোকসংশ্লেষে সাহায্য করে বা সহযোগিতা করে। যে কারণে ম্যাগনেসিয়ামের অনুপস্থিতিতে গাছের সালোকসংশ্লেষ ব্যাহত হয়। সূর্যের আলোকে কাজে লাগাতে পারে না, ক্লোরোফিল ঠিকমতো কাজ করতে পারে না।
যখনই ম্যাগনেসিয়ামের অভাব দেখা দেয়, তখন গাছের পাতা হলুদ বর্ণের হয়। আমরা যদি মাঝে মধ্যে ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করি বা এপসম সল্ট স্প্রে করি, তাহলে গাছের পাতা সবুজ হয়, খাদ্য সরবরাহ ভালো থাকে এবং ফুল ও ফল বড় হয় এবং সুন্দর হয়।
এপসম সল্ট-এর উপকারীতা
- সালোকসংশ্লেষ সাহায্য করে এবং পাতা সবুজ হয়, হলুদ পাতা থেকে রক্ষা করে।
- ফুল-ফল বড় হয়,
- অনেক সময় টবের মাটির নাইট্রোজেন এবং ফসফরাস গাছের শিকড় ঠিক মতন গ্রহণ করতে পারে না। কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট, সেই খাবার গ্রহণে সাহায্য করে। এবং সেই খাবার ব্যবহার হয়, তারফলে গাছের বৃদ্ধি-বিকাশ খুব ভাল হয়ে থাকে।
- এপসম সল্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়,
- গাছে সঠিক ওষুধ ব্যাবহার সত্বেও, গাছের পাতা কোঁকড়ানো সমস্যা দূর হয় না। তো সেই ক্ষেত্রে এপসম সল্ট-এর অভাব অনুভূত হয়।
- কিছু ক্ষেত্রে এপসম সল্ট পোকা-মাকড়ের আক্রমণ থেকে রক্ষা করে, তবে সমস্ত পোকা নয়।
- যখন আমরা কোনো গাছ এক জায়গা থেকে তুলে রিপোর্টিং করি বা অন্য জায়গায় বসাই, সেক্ষেত্রে গাছের একটা শক লাগে বা ধাক্কা লাগে। ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট স্প্রে করলে, সেটি অনেকটাই প্রতিরোধ করে বা সুস্থ হতে সাহায্য করে।
যখনই আমরা মেডিক্যাল স্টোরে বা অন্য কোথাও এপসম সল্ট চাই, তখন অনেকেই বলেন যে এপসম সল্ট নেই। তো আমি পরামর্শ দেবো – মেডিক্যাল স্টোরে গিয়ে আমরা যদি ম্যাগনেসিয়াম সালফেট বলি, তাহলে ম্যাগনেসিয়াম সালফেট দেবে। যদিও এটি সারের দোকানও পাওয়া যায়। মোটামুটি এক কেজির দাম 80 থেকে 120 টাকার মধ্যে পাওয়া যায়। এর বাজারজাত একটি ব্র্যান্ডের নাম হল Mag Special.
কোন গাছে এপসম সল্ট ব্যাবহার করবেন
আমরা যেকোনো ধরনের ফুল এবং ফলের গাছে ম্যাগনেসিয়াম সালফেট দিতে পারি। সেক্ষেত্রে ফল খুব ভাল ও সুন্দর হবে এবং ফুল বড় হবে এবং সুন্দর হবে। কিন্তু কোনো পাম জাতীয় গাছে এপসম সল্ট স্প্রে করব না৷ লঙ্কা, টমেটো গাছে এপসম সল্ট খুব ভালো কাজ করে। এছাড়া ধনিয়া পাতা, পালং শাক, শিম বা এই ধরনের যে সব্জিগুলো আমরা খাই নিয়মিত, সেই ধরনের সবজিতে না দেওয়া ভাল।
গাছে এপসম সল্ট ব্যাবহারের নিয়ম
আমরা চা চামচের এক চামচ পরিমাণ এক লিটার জলে গুলে মাসে একবার স্প্রে করবো। আমি স্প্রে করার কথাই বলবো, মাটিতে দেওয়ার খুব বেশি দরকার নেই। তবে যদি গাছের নেহাতই ম্যাগনেসিয়াম সালফেটের অভাব দেখা দেয়, সেক্ষেত্রে এক লিটার জলে এক চা চামচ মিশিয়ে টবের মাটিতে ব্যাবহার করতে পারেন। তবে এপসম সল্ট অধিক প্রয়োগ করা উচিত নয়।
[আরও পড়ুন: টবে গোলাপ গাছের যত্ন কি ভাবে করবেন]
[আরও পড়ুন: ডিমের খোসা দিয়ে জৈব সার তৈরির পদ্ধতি | Eggshell Fertilizer]
প্রিয় পাঠক, এই প্রতিবেদনটি পঠন করবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মতো পাঠকের সহযোগিতা “ক্রিয়েটিভিটি গার্ডেনিং” সর্বদা কাম্য করে। গাছই আমাদের একমাত্র সম্পদ যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে পারে, বাঁচিয়ে রাখতে পারে। নিঃস্বার্থে গাছ ভালবাসুন, সকলকে গাছ লাগাতে উৎসাহিত করুন।
আপনাদের যদি এই বিষয়ে কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাতে জানাবেন। সেগুলোর সমাধান করাবার আমি যথাসাধ্য চেষ্টা করব। আপনার মূল্যবান রেটিং দিয়ে উৎসাহিত করুন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো নমস্কার।