গ্রীষ্মপ্রধান দেশে মার্চ মাসের শুরু থেকে অক্টবর মাস পর্যন্ত সুগন্ধি বেলি ফুল ফোটে। গাছের ডালে থোকায় থোকায় প্রচুর ফুল ফোটে। জেসমিন গণের অন্তর্ভুক্ত ফুল গুলির মধ্য বেলি ফুলের মৃদুমন্দ সুমিষ্ট গন্ধের জন্য এই ফুলের জনপ্রিয়তা সব বেশি, বেলি ফুলের পাপড়ি হতে সুগন্ধি তেল নিষ্কাশিত করে বিভিন্ন প্রসাধনী সামগ্রী তে ব্যবহার করা হয়ে থাকে। সেইজন্য বাণিজ্যিক ভিত্তিতে বেলি ফুলের চাষ খুব লাভজনক।
আপনি যদি বাণিজ্যিক ভিত্তি চাষের জন্য অথবা বাগানের সুন্দর্য বৃদ্ধি করতে বেলি ফুলের চাষ করতে চান, তা হলে কি ভাবে বেলি ফুল গাছের কাটিং থেকে চারা প্রস্তুত করবেন, তা নিচে বিস্তারিত ভাবে কাটিং থেকে চারা প্রস্তুতের পদ্ধতি দেখানো হলো..
বর্ষায় বেলি ফুল গাছের চারা প্রস্তুত
টবে ছোট ছোট গাছ অথবা আপনি যদি চাষ করতে চান তাহলে নূন্যতম বেলি ফুল গাছের পরিচর্যার প্রয়োজন। সঠিক সময়ে পরিচর্যা না করলে গাছের বৃদ্ধি ব্যাহত হয় এবং গাছে ফুল বন্ধ হয়ে যায়। বেলি ফুলের গাছ যদি তৈরী করতে চান খুবই সহজে আপনি সেটা করতে পারবেন।
বেলি ফুল গাছের চারা তৈরি করার জন্য আমরা দুই ধরনের মাধ্যম ব্যবহার করতে পারি একটি হল..
1. সলিড মিডিয়া (Cutting):
- বেলি গাছের কাটিং থেকে চারা তরী করবার জন্য মোটা ও ধূসর বর্ণের ভাল ডাল নির্বাচন করতে হবে, সর্বদা গোড়ার মোটা ডাল চয়ন করবেন। কচি সবুজ রঙের ডাল নির্বাচন করলে শেকড় বার হওয়ার প্রবণতা অনেকটাই কমে যায়। বেলি গাছের কাটিং করার সময় মার্চ থেকে অক্টবর, তবে বর্ষাকাল সব থেকে উপযুক্ত সময়।
- ডাল সংগ্রহ করবার পর ছয় থেকে আট ইঞ্চি মাপের ডাল কেটে নিতে হবে।
- একটি ছোট কাগজের চায়ের কাপ অথবা টবের মাটিতে ২ থেকে ৩ ইঞ্চি গভীর ভাবে বসিয়ে দেবেন। নিশ্চিৎ করুন পাত্রের নিচে ছিদ্র আছে, না থাকলে দুটো ফুটো করে মাটি ভরে সেই ডাল বসিয়ে দিন।
- ডাল বসিয়ে দেওয়ার পর হালকা ভাবে পরপর দুবার জল দেবেন। যত দিন নতুন কুঁশি দেখা না যাচ্ছে, ততদিন একই ভাবে জল দিতে হবে।
- ৪৫ থেকে ৬৫ দিনের মধ্য দেখবেন নতুন ছোট ছোট সবুজ পাতা বার হতে শুরু করেছে। যে কোন ডাল মাটি থেকে তুললে দেখবেন প্রচুর পরিমানে শিকড় বেরিয়েছে।
- একটি ৬ ইঞ্চি টবে অর্গ্যানিক সার দিয়ে মাটি প্রস্তুত করে সেই শিকড় যুক্ত চারা টবের মাঝখানে বসিয়ে দিন।
- একটানা ১২০ দিন পরিচর্যা করবার পরে সেই চারা গাছ অনেকটাই বড়ো হয়ে যাবে। ছোট পাত্রে বসানোর পরে কি ভাবে চারা গাছ পরিচর্যা করবার জেনে নিন।
- চারা গাছ পরিপূর্ণ হয়ে গেলে একটি ৮ থেকে ১০ ইঞ্চি বড়ো মাটির টবে মাটি প্রস্তুত করে সেই গাছ নির্দিষ্ট জায়গায় রোপন করবেন।
- এবার নির্দিষ্ট সময় মতো গাছে সার প্রয়োগ করবেন ও ডাল ছাঁটবেন, দেখবেন ৩ মাস পর আপনার গাছে সুন্দর ছোট বেলি ফুলে ভরে উঠবে।
2. কলম প্রদ্ধতির মাধ্যমে চারা তৈরি
এছাড়াও কলমের মাধ্যমেও খুব সহজে চারা গাছ তৈরি করা যায়। কলম করবার আদর্শ সময় বর্ষাকাল তাই চেষ্টা করবেন বর্ষাকালে কলম করবার।