গরমের এবং বর্ষার সেরা ফুলের তালিকায় আছে অপরাজিতা, এটি গন্ধহীন হলেও নানা রঙের ফুলগুলি সকলের নজর কাড়ে

APARAJITA FLOWERS

বাংলাই এই ফুলগুলি অপরাজিতা নামে পরিচিত, ইংরাজি নাম Blue Pea, Butterfly Pea, Asian pigeonwings, Darwin Pea, Gokarna প্রভৃতি। 

OTHER NAME  OF APARAJITA

অপরাজিতা ফুল নীল ছাড়াও সাদা, হালকা গোলাপী ও হালকা বেগুনি রঙের হয়। অপরাজিতা লতানো ঝোঁপের ন্যায়, বহুবর্ষজীবী উদ্ভিদ এবং ফুলগুলি সিঙ্গেল এবং ডাবল পেটালের হয়ে থাকে। 

APARAJITA COLORS

অপরাজিতা গাছের জন্য ঢালু অথবা সুনিষ্কাশিত উর্বর  মাটি প্রস্তুত করতে হবে। তবে উর্বর দোঁয়াশ ও বেলে-দোঁয়াশ মাটিতে অপরাজিতা গাছ ভাল হয়।

BEST PLACE & SOIL FOR APARAJITA plants

BEST POT 

অপরাজিতা গুল্ম জাতীয় বহুবর্ষজীবী উদ্ভিদ তাই ভালো হয় বড় গামলা জাতীয় ৪ ইঞ্চি অথবা ১০ ইঞ্চি বড় টব নির্বাচন করলেI

এই গাছটি টবে এবং মাটিতে সুন্দর ভাবে বেড়ে ওঠে, তবে দিনে মোটামুটি ৬ থেকে ৮ ঘটা সূর্যের আলো পাই তেমন স্থানে গাছটি প্রতিস্থাপন করা উচিত।

SUNLIGHT

PLANT PROPAGATION

অপরাজিতা গাছের চারা নার্সারি থেকে সংগ্রহ করা যায় অথবা বীজ থেকে সহজে তৈরী করা যায় , বিস্তারিত জানতে ওয়েবসাইড দেখুন।

FLOWERING SEASON

গ্রীষ্মের সময় থেকে শীতের আগে পর্যন্ত অপরাজিতা গাছের FLOWERING SEASON, তাই শীতের পর থেকেই এই গাছের পরিচর্যা শুরু করে দিতে হবে।

জল দিতে হবে গাছের প্রয়োজন বুঝে, এই গাছ ময়েশ্চার পছন্দ করে। তাই এমনভাবে জল দিতে হবে যাতে সবসময় মাটির ময়েশ্চার বজায় থাকে।

WATERING

SPECIAL CARE

গ্রীষ্মের সময় থেকে শীতের আগে পর্যন্ত অপরাজিতা গাছের FLOWERING SEASON, তাই শীতের পর থেকেই এই গাছের পরিচর্যা শুরু করে দিতে হবে।

AWARENESS & CAVEAT

কিছু ওয়েবসাইডে লাল এবং অন্য রঙের চারাগাছ বা বীজ দেখতে পাবেন সেগুলি কেনা থেকে বিরত থাকুন

APARAJITA  গাছের পরিচর্যা সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন