রাতের আঁধার আলো করে ফোটে এই ফুলটি, সেই কারনে এর নাম  "Queen Of The Night "

Dashed Trail

NIGHT QUEENN

এই ফুলকে অনেকেই নিশিপদ্ম বা নিশিগন্ধা নামে চেনে। নিশিপদ্মকে সৌভাগ‍্যের প্রতীক বলা হয়।

QUEEN OF THE NIGHT

গাছটি বহুবর্ষজীবী ক্যাকটাস প্রজাতির উদ্ভিদ, আদি নিবাস মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল ও মেক্সিকো। তবে ভারতবর্ষের উত্তর-পূর্ব পার্বত্য অঞ্চলেও এই গাছের বিচরণ অবাধ।

নিশিপদ্ম গাছ প্রতিস্থাপন করলেই ফুল পাওয়া যায় না। অপেক্ষা করতে হয় বছরের পর বছর।

NIGHT QUEENN

নিশিপদ্ম ফুল ফোটার নির্দিষ্ট সময় আছে। সারা দিন ফুলের দেখা মেলে না। সন্ধ্যার পর থেকেই একটু একটু করে পাপড়ি মেলতে শুরু করে। 

গ্রীষ্মের শেষভাগে অর্থাৎ বর্ষার শুরু থেকে প্রায় নভেম্বরের শেষ পর্যন্ত গাছে ফুল ফোটে

ফুল ফোঁটার সময়কাল

plant propagation

নিশিপদ্ম গাছের চারা তৈরী করা খুবই সহজ, আপনিও পারবেন

3

Monsoon care

বর্ষার সময় গাছের গোড়ায় প্রতি ১৫দিন অন্তর নিমখোল বা ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে এবং প্রয়োজনে টবের মাটি খুঁড়ে টব সমেত গাছটি রৌদে রাখতে হবে।

গাছের পরিচর্যা এবং প্রতিস্থাপন সম্পর্কে জানতে নিচে ক্লিক করুন