শীতের সেরা ফুলের তালিকায় আছে আফ্রিকান ডেইজি, এটি গন্ধহীন হলেও ফুলগুলির সৌন্দর্য সকলের নজর কাড়ে।
আফ্রিকান ডেইজি
Cape daisy, African daisy,osteospermum। Trailing African Daisy বা Shrubby Daisybush, Osteospermum fruticosum
COMMON NAME
আফ্রিকান ডেইজি (অস্টিওস্পার্মাম) বিভিন্ন রঙের হয় যেমন, Purple, Pink, Yellow, Orange, White প্রভৃতি।
COLORS
আফ্রিকান ডেইজি গুল্ম জাতীয়, চিরসবুজ, বহুবর্ষজীবী বা বার্ষিক উদ্ভিদ। তাই ভালো হয় মাঝাড়ি জাতীয় ৮ ইঞ্চি অথবা ১০ ইঞ্চি টব নির্বাচন করলে।
পাত্র নির্বাচন
এই গাছের জন্য সুনিষ্কাশিত উর্বর মাটি প্রস্তুত করতে হবে। মাটির সাথে পর্যাপ্ত পরিমানে জৈব সার মিশিয়ে উর্বর মাটি প্রস্তুত করতে হবে।
মাটি প্রস্তুত
আফ্রিকান ডেইজি গাছের বংশবিস্তার ঘটানো বা চারা তৈরী করা হয় বীজ থেকে এবং কাটিং থেকে ।
বংশবিস্তার
আফ্রিকান ডেইজি গাছ টবে এবং মাটিতে সুন্দর ভাবে বেড়ে ওঠে, তবে দিনে মোটামুটি ৪ থেকে ৬ ঘটা সূর্যের আলো পাই তেমন স্থানে গাছগুলি প্রতিস্থাপন করা উচিত।
সূর্যালোক
জল প্রয়োগ | Water
এই গাছ ময়েশ্চার পছন্দ করে। তাই এমনভাবে জল দিতে হবে যাতে সবসময় মাটির ময়েশ্চার বজায় থাকে।
More Webstories
সার প্রয়োগ
শীতের শুরুতে এদের সারের প্রয়োজনীয়তা বেশি থাকে কারণ এ সময় গাছে প্রচুর কুঁড়ি আসতে শুরু করে।
“
“
ফুল ফোটার পর যত্ন
শীতের পর পর গাছ গুলিকে ছাওয়া স্থান রাখতে হবে এবং গরমের শুরু থেকে নিয়মিত গাছের গোড়ায় জল দিতে হবে।
বর্ষার সময় গাছের গোড়ায় প্রতি ১৫দিন অন্তর নিমখোল বা ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে।
বর্ষাকালে বিশেষ যত্ন
African daisy
Click on the link below for more details on plant care.
Visit Creativity Gardening
“
“