FLOWERING SEASON

রেইন লিলি প্রধানত বর্ষার মরসুমের ফুল গাছ। এই গাছের বৈজ্ঞানিক নাম Zephyranthes। 

Red Section Separator

TIME TO PLANT BULBS

RAIN LILY বাল্ব বসানোর আদর্শ সময় নভেম্বর থেকে ডিসেম্বর অথবা ফেব্রুয়ারী থেকে মার্চ । বাল্বের আকারের উপর নির্ভর করে গাছে ফুল আসে। 

Cream Section Separator

Care

রেইন লিলি গাছের বিশেষ যত্ন এবং পরিচযার প্রয়োজন হয় না, তবে গাছগুলি টবে থাকলে সামান্য যত্ন এবং পরিচর্যার প্রয়োজন।

Rain Lily 

পেয়াজের মতো কন্দ বা বাল্ব গুলির মাধ্যমে এই গাছের বংশবিস্তার হয়ে থাকে, এছাড়া বীজ থেকেও চারা গাছ তৈরী করা যায়।

BEST PLACE OF LILY

হালকা ঢালু জমি নির্বাচন করতে হবে যাতে বর্ষাকালে গাছের গোড়ায় জল না জমতে পারে, এই গাছে খুব বেশি সূর্যের আলোর প্রয়োজন হয় না। 

Sunlight

কমপক্ষে দিনে ৬ থেকে ৮-ঘটা সূর্যের আলো পায় সেই স্থানে গাছ রাখতে হবে। রেইন লিলি উষ্ণ, আর্দ্র পরিবেশের জন্য সবচেয়ে উপযুক্ত।

Rain Lily Colors

রেইন লিলির অপরূপ সৌন্দর্য্যে বর্ষার যে কোন ফুলকেই হার মানাবে। ফুল গুলি সাদা, লাল, গোলাপি, পিচ, হলুদ প্রভৃতি রঙের হয়।

preparing well drained soil

রেইন লিলি গাছের জন্য উর্বর Well Drained Soil প্রস্তুত করতে হবে।

SEED GERMINATION

রেইন লিলির বীজ থেকে চারা গাছ তৈরী হতে ২৫ থেকে ৩০ দিন সময় লাগে।

বর্ষাকালে গাছের গোড়ায় যেন জল না জমতে পারে সেই দিকে লক্ষ রাখতে হবে, প্রয়োজনে টবের মাটি খুঁড়ে টব সমেত গাছটি রৌদে রাখতে হবে।

Monsoon care

রেইন লিলি গাছের পরিচর্যা সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন