Philodendron Birkin: ফিলোডেনড্রন বার্কিন গাছের যত্ন

ফিলোডেনড্রন বার্কিন একটি জনপ্রিয় হাউস প্লান্ট যার সবুজ পাতায় সাদা স্ট্রাইক রয়েছে। আপনি ভাবতে পারেন যে ফিলোডেনড্রন বার্কিনের যত্ন নেওয়া কঠিন, কিন্তু ভাগ্যক্রমে এটি সত্য নয়। এই সমস্ত গাছ বাড়ীর ব‍্যালকনি,ঘরের শোভা বাড়াতে অতুলনীয়। যারা আলোর অভাবে গাছ করতে পারে না তারা কিন্তু খুব সহজেই ফিলোডেনড্রন বার্কিন গাছ করতে পারবে যেহেতু এদের আলোর চাহিদা খুব কম।

আজকের প্রতিবেদন থেকে আপনি ফিলোডেনড্রন ফ‍্যামিলির অন্তর্ভূক্ত হাউস প্লান্ট ফিলোডেনড্রন বার্কিন গাছের যত্ন ও পরিচর্যা সম্পর্কে বিশদে জানতে পারবেন। ফিলোডেনড্রন ‘বিরকিন’ হল ফিলোডেনড্রনের অনেক জাতগুলির মধ্যে একটি (যাকে কাল্টিভার হিসাবে উল্লেখ করা হয়) যা প্রযুক্তিগতভাবে প্রাকৃতিক আবাসস্থল নেই। এটি ফিলোডেনড্রন ‘রোজো কঙ্গো’-এর স্বতঃস্ফূর্ত মিউটেশনের ফলা।

Philodendron Birkin: ফিলোডেনড্রন বার্কিন গাছের যত্ন

পাত্র নির্বাচন:

ফিলোডেনড্রন গাছ প্রতিস্থাপনের জন্য একটি বড় পাত্র বেছে নিন, যাতে উদ্ভিদটির বৃদ্ধির জন্য পর্যাপ্ত জায়গা থাকে। পাত্রের নীচে ড্রেনেজ ছিদ্র থাকতে হবে যাতে অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারে নইলে শিকড় পঁচে যেতে পারে। প্রথম অবস্থাতে ফিলোডেনড্রন লাগাতে চাইলে ৬ ইঞ্চির একটি মাটির পাত্র নিন। শুরুতে আপনি চাইলে মাটির পরিবর্তে সিরামিক বা প্লাস্টিকের পাত্র নিতে পারেন। পরবর্তীতে যখন গাছটি বড় হবে ও তখন বড় পাত্রে পরিবর্তন করবেন।

Philodendron Birkin: ফিলোডেনড্রন বার্কিন গাছের যত্ন
Philodendron Birkin plant care

মাটি:

✔️ ফিলোডেনড্রন বার্কিন একটি গ্রীষ্মমন্ডলীয় উদ্ভিদ যা জৈব পদার্থ সমৃদ্ধ ভাল-নিকাশী মাটি পছন্দ করে। এখানে একটি সাধারণ মাটি মিশ্রণ প্রস্তুতের বর্ণানা দেওয়া হল যা আপনার ফিলোডেনড্রন বার্কিনের জন্য ভাল কাজ করবে।

উপকরণ:
পিট শৈবাল অথবা কোকোপিট
পার্লাইট
অর্কিড ছাল


নির্দেশাবলী:

  • একটি মিশ্রণ বাটি বা বালতি মধ্যে সমান অংশ পিট মস বা কোকোপিট এবং perlite একত্রিত করতে হবে।
  • মিশ্রণে অল্প পরিমাণ অর্কিডের ছাল যোগর করে ভালভাবে মেশান।
  • একটি আলগা, ভাল-ড্রেনিং টেক্সচার অর্জনের জন্য প্রয়োজন অনুসারে মিশ্রণটি সামঞ্জস্য করুন।
  • আপনার ফিলোডেনড্রন বার্কিনকে পুনরায় পোড়ানোর জন্য মাটির মিশ্রণ ব্যবহার করুন, ড্রেনেজ গর্ত সহ একটি পাত্র ব্যবহার করে পর্যাপ্ত নিষ্কাশন নিশ্চিত করুন।
ফিলোডেনড্রন বার্কিন গাছের যত্ন
ফিলোডেনড্রন বার্কিন গাছের যত্ন

বিকল্পভাবে, আপনি অভ্যন্তরীণ গ্রীষ্মমন্ডলীয় উদ্ভিদের জন্য জৈব পদার্থ সমৃদ্ধ ভাল নিষ্কাশনকারী মাটিও ব্যবহার করতে পারেন। শুধু নিশ্চিত করুন যে এটি ভালভাবে জল নিষ্কাশন ব্যাবস্থা আছে কি না! এবং আপনার উদ্ভিদে পুষ্টি সরবরাহ করার জন্য পর্যান্ত পারিমান জৈব পদার্থ থাকা প্রয়োজন। আপনি যে মাটির মিশ্রণই ব্যবহার করুন না কেন, আপনার ফিলোডেনড্রন বার্কিনকে জল দিতে ভুলবেন না যখন উপরের ইঞ্চি মাটি স্পর্শে শুকিয়ে যায় এবং শিকড় পচা রোধ করতে অতিরিক্ত জল দেওয়া এড়িয়ে চলুন। এছাড়াও কোন জল ধারণকারী ( ভেজা, স্যাঁতস্যাঁতে বা আঠালো)মাটি ব্যাবহার করা যাবে না।

✔️ এই গাছের মাটি তৈরীর দুই ধরনের পদ্ধতি উল্লেখ করা হল। যেকোন এক ধরনের মাটিতে এই গাছ প্রতিস্থাপন করা যেতে পারে।

প্রথম পদ্ধতি :- একভাগ গার্ডেন সয়েল(বেলে মাটি ),একভাগ নদীর সাদা বালি(Silver Sand), একভাগ ভার্মিকম্পোষ্ট অথবা একবছরেরে পুরোনো পচানো গোবর সার অথবা একবছরের পুরোনো পাতাপচা সার এবং একভাগ কোকোপিট।

দ্বিতীয় পদ্ধতি :- দুভাগ কোকোপিট,একভাগ বালি,একভাগ ভার্মিকম্পোষ্ট।

প্রতিস্থাপন পদ্ধতি :-

টব নির্বাচন হয়ে গেলে, টবের ড্রনেজ সিস্টেম পর্যবেক্ষণ করে নিয়ে, প্রয়োজন মতো মাটি দিয়ে গাছটি টবের মাঝবরাবর বসিয়ে দিতে হবে। মাটি দেওয়ার সময় একটু চেপে চেপে দিতে হবে যাতে মাটির মধ‍্যে থাকা বাতাস সহজে বেরিয়ে যেতে পারে। ফলে গাছের শিকড় পচে যাওয়ার সম্ভাবনা কমে যায়। গাছ প্রতিস্থাপন হয়ে যাওয়ার পর পর্যাপ্ত পরিমানে জল দিয়ে দিতে হবে।

বি:দ্র:–মাটি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে টবের ওপর 2 ইঞ্চি ফাঁকা জায়গা থাকে।

creativitygardening

আলো :-

এই গাছ একেবারে ছায়া পছন্দ করে না আবার কড়া রোদ্দুর ও পছন্দ করে না। সরাসরি সূর্যের আলোতে পাতা ঝলসাতে পারে, তাই এটি সরাসরি সূর্যের আলোতে না রাখাই ভালো। তাই এই গাছটা এমন জায়গায় রাখতে হবে যেখানে উজ্জ্বল আলো আসে কিন্তু রোদের তাপ আসতে না পারে।

জল :-

ফিলোডেনড্রন বিরকিন গাছ জল খুব ভালোবাসে তাই একে তৃষ্ণার্ত উদ্ভিদও বলা হয়। তবে রোজ জল দেওয়ার দরকার নেই, যখন মাটির উপরের ২ থেকে ৩ ইঞ্চি মাটি শুকিয়ে যাবে বা মাটির ময়েশ্চার ভাব যখন একটু কমে আসবে তখন জল দিতে হবে। জল বেশি প্রয়োগের ফলে গাছের গোড়া পচে বা গাছ মারা যেতে পারে। হাউস প্লান্টের টবের নিচে একটা বেশ প্লেট রাখতে হয় যার মধ‍্যে জল দিলে গাছ সেখান থেকেই জল নিয়ে নিতে পারে। ১৫ দিনে একবার বা দুবার গাছকে পুরো স্নান করিয়ে base plateএ জল ভরে দিতে হবে।

খাবার :-

NPK 19.19.19 বা 20.20.20 এক লিটার জলে এক গ্রাম নিয়ে base plate এ যতটুকু ধরবে ততটুকু দিতে হবে অথবা স্নান করানোর সময় গাছের গোড়া ভিজিয়ে দিতে হবে। এটা মাসে দু বার দিতে হবে।

ক্রমবর্ধমান মরসুমে (বসন্ত এবং গ্রীষ্মের মরসুমে) প্রতি মাসে আপনার ফিলোডেনড্রন বার্কিনকে সুষম সার দেবেন। শীতের মাসগুলিতে সার দেওয়া এড়িয়ে চলুন।

কাঁটাই-ছাঁটাই:-

আপনার ফিলোডেনড্রন বার্কিন এর আকৃতি বজায় রাখতে এবং যে কোনও মৃত বা হলুদ পাতা অপসারণের জন্য প্রয়োজন অনুসারে ছাঁটাই করুন।

রিপোটিং:-

প্রতি 1-2 বছর পর পর আপনার ফিলোডেনড্রন বার্কিনকে তাজা মাটি সহ একটি সামান্য বড় পাত্রে পুনঃপ্রতিষ্ঠা করুন যাতে সুস্থ বৃদ্ধিতে উৎসাহিত হয়।

গাছের সমস‍্যা ও তার প্রতিকার :-

এই গাছে দুরকম সমস‍্যা দেখা যায়। পাতা হলুদ হয়ে যায় আর পাতা বাদামী হয়ে যায়। যদি নিচের পাতা হলুদ হয়ে যায় তবে চিন্তার কিছু নেই, এটি প্রকৃতির স্বাভাবিক নিয়মেই হয়। কিন্তু ওপরের পাতা যদি হলুদ হয়ে যায় তাহলে জল কম বা বেশী হওয়ার জন‍্য হলুদ হয়। তাই জল সবসময় বুঝে দিতে হবে এবং গাছে কড়া রোদ লাগলে গাছের পাতা বাদামী হয়ে যায়। তাই এই গাছ কখনই কড়া রোদ্দুর আছে এমন জাগাতে গাছ রাখা যাবে না। এছাড়া এই গাছে আর কোন রকম সমস‍্যা দেখা যায় না। এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে তুমি এই ফিলোডেনড্রন বিরকিন খুব সহজেই করতে পারবে।

5/5 - (1 vote)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *