ক্যামেলিয়া গাছের পরিচর্যা | How to Care Camellia Plant

Last updated on December 5th, 2023 at 02:34 pm

শীতের অন্যান্য গাছের তুলনায় ক্যামেলিয়া গাছের পরিচর্যা | How to Care Camellia Plant সম্পূর্ণ ভিন্ন।ক্যামেলিয়া বৈজ্ঞানিক নাম Camellia japonica , ক্যামেলিয়াকে শীতের গোলাপ (Rose of winter) বলা হয়ে থাকে।

বর্তমানে যে ক্যামেলিয়া ফুলগুলি আমরা দেখে থাকি সেই ক্যামেলিয়া নামটি এসেছে জেস্যুইট পাদ্রি ও উদ্ভিদবিদ জর্জ ক্যামেল কামেলিয়াসের উপাধি থেকে। পরবর্তি সময়ে উদ্ভিদবিদ কার্ল লিনিয়াস ফুলটিকে ‘ক্যামেলিয়া জাপোনিকা’ নামে অভিহিত করেন।

জাপোনিকা নামাংশটি এসেছে এনপেলবার্ট ক্যাসপার থেকে, কারন জাপানীরা এই ফুলের প্রথম বর্ণনা বিশ্ববাসীকে শুনিয়েছিলেন। তবে সবচেয়ে গৌরবময়ী/মূল্যবান বলা হয় ‘আলবা প্লিনা’ ক্যামেলিয়াকে, তার সৌন্দর্যখ্যাতি বিশ্বজুড়ে। এই ফুলগুলি গোলাপ ফুলের ন্যায় দেখতে তাই এর অপর নাম ‘শীতের গোলাপ’। ইরেজিতে বলা হয় Rose of winter।

ক্যামেলিয়া গাছের পরিচর্যা | How to Care Camellia Plant

স্থান নির্বাচন:-

যে কোনো চারা গাছ প্রতিস্থাপনের পূর্বে সঠিক জায়গা ও মাটি নির্বাচন করা উচিত, অক্টবর মাস থেকে এপ্রিল মাস যেন টানা সূর্যের আলো পায় এবং গরমের সময় যেন তীব্র সূর্যের আলো না পায় তেমন জায়গা নির্বাচন করতে হবে এবং বর্ষার সময়ে গাছ গুলিকে সর্বদা সেডের নিচে রাখবার ব্যাবস্থা করতে হবে। বর্ষার সময়ে টবে বা গাছের গোড়ায় জল জমা হলে ক্যামেলিয়া গাছ সহজেই মাড়া যায় এবং গ্রীষ্মকালের তীব্র সূর্যের আলোতে পাতার কিনারা এবং আগার কঁচি পাতাগুলি কালচে বর্নের হয়ে যায়। অধিক ঠান্ডা যুক্ত স্থান ক্যামেলিয়া গাছের জন্য ক্ষতিকর কিন্তু আমাদের এই আবহাওয়াতে সহজেই গাছ মাড়া যায় না।

টব নির্বাচন:-

ক্যামেলিয়া Hardy এবং Permanent Plant তাই ভালো হয় বড় গামলা জাতীয় টব নির্বাচন করলে। টব নির্বাচনের ক্ষেত্রে ১০ ইঞ্চি অথবা ১২ ইঞ্চি টব সংগ্রহ করতে হবে। গাছের গোড়ায় যেন জল না জমতে পারে তার জন্য টবের নীচে ফুটো করে জলনিকাশির ব্যবস্থা করতে হবে। এবং প্রতি দু বছর অন্তর টবের মাটি পরিবর্তন করতে হবে।

ক্যামেলিয়া গাছের জন্য সুনিষ্কাশিত বেলে দোঁয়াশ মাটি সব থেকে আদর্শ।

মাটিতে প্রতিস্থাপনের ক্ষেত্রে:-

গাছটিকে সরাসরি মাটিতে স্থাপন প্রতিস্থাপন করতে চাইলে, প্রতিস্থাপন এর পূর্বে মাটি ভালো করে গুঁড়ো করে নিতে হবে। তার পর পরিমান মত ৬ মাসের পুরানো গোবর সার/ পাতাপঁচা সার, সাথে এক মুঠো হাঁড়গুড়ো, এক মুঠো শিংকুচি, এক মুঠো নিমখোল এবং কিছুটা সরিষার খোল মাটির সাথে ভাল করে মিশিয়ে ১৫ থেকে ২০ দিনের জন্য ঢেকে রেখে দিতে হবে। ফলে গাছটি নিজেই তার চাহিদা অনুযায়ী পুষ্টিমৌল মাটি থেকে সংগ্রহ করে বেড়ে উঠবে । ২০ দিন পরে জায়গাটি তৈরি হয়ে গেলে গাছটিকে চূড়ান্ত প্রতিস্থাপন করতে হবে।

ক্যামেলিয়া গাছের পরিচর্যা | How to Care Camellia Plant
বৈজ্ঞানিক নাম- Camellia japonica

টবে প্রতিস্থাপনের ক্ষেত্রে:-

৫০% উর্বর দোআঁশ মাটি নিতে হবে, ৩০% এক বছরের পুরনো গোবর সার, ২০% নদীর সাদা বালি এবং নিতে হবে এক মুঠো হাড়গুড়ো, এক মুঠো সিংকুঁচি এবং হাঁফ মুঠো নিম খোল। বেলে দোআঁশ মাটি নিলে নদীর সাদা বালির প্রয়োজন নেই।

জলপ্রয়োগ:-

গাছের গোড়ায় অতিরিক্ত জল দেওয়া এবং অতি কম দেয়া উভয়ই গাছের জন্য ক্ষতিকর। অতিরিক্ত জল দেওয়ার ফলে গাছ বিভিন্ন রোগে আক্রান্ত হয়, এমনকি মারা যায়। এ জন্য গাছের গোড়া পুরোপুরি শুকিয়ে গেলে তবেই জল দেয়া যাবে, গোড়া ভেজা থাকলে কোনো মতেই জল দেয়া যাবে না। বর্ষার সময় গাছ সোড়ের নিচে রেখে দিতে হবে তা না হলে গাছ মাড়া মেতে পারে বা কুঁড়ি পঁচে মেতে পারে। গাছের পাতায় বেশি ধুলো জমলে জল দিয়ে হালকা স্প্রে করে দিতে হবে। গরম কালে সকাল অথবা সন্ধাতে গাছের গোড়ার জল দিতে হবে এবং শীতকালে সকালে জল দিতে হবে। বেশ কিছু ভুলের করনে আপনার ক্যামেলিয়া গাছ মাড়া যেতে পারে

সারপ্রয়োগ:-

গাছের সঠিক বৃদ্ধি ও বিকাশের এর জন্য সময় মত গাছে সার প্রয়াগ করতে হবে এছাড়াও গাছে কুঁড়ি আসার আগে থেকে যত দিন না গাছে ফুল ফুঁটছে তত দিন নিয়ম করে (সঠিক মাত্রায়) জৈব সার ব্যবহার করতে হবে। সে ক্ষেত্রে অধিকাংশ গাছের ক্ষেত্রেই এক মাস অন্তর অন্তর সার প্রয়োগ করা যেতে পারে। যেমন ১০ থেকে ১২ ইঞ্চি টবের ক্ষেত্রে এক মুঠো গোবর সার , ৬ থেকে ৮ টি অনুখাদ্যের দানা( বাজারে নানা নামে অনুখাদ্যে পাওয়া যায়), ১ চামচ হাডগুড়ো, ১ চামচ সিংকুচি এবং হাফ চামচ নিম খোল। মার্চ, এপ্রিল মাস থেকে নতুন পাতা বার হতে শুরু করে তাই সেই সময়ে খাবার দেওয়া বিশেষ প্রয়োজন। রাসায়নিক সার ব্যবহারের ক্ষেত্রে অভিজ্ঞদের পরামর্শ অনুযায়ী সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে।গ্রীষ্মকালীন ঋতুতে ভুল করেও রাসায়নিক সার ব্যাবহার করবেন না।

পোকা-মাকড় দমন:-

ক্যামেলিয়া গাছে পোকা-মাকড়ের আক্রমন বেশি দেখা না গেলেও প্রতি ১৫ দিন অন্তর নিম অয়েল জলের সাথে মিশিয়ে সন্ধাতে গাছে স্প্রে করতে হবে| নিয়মিত  মাটিতে রোপণ করা গাছ বা টবের রোপণ করা গাছগুলো পরীক্ষা করে দেখা মাত্র পোকা বা ডিম সংগ্রহ করে মেরে ফেলা ভালো। অনেক সময় পাতার নিচের ভাগে পোকামাকড় অবস্থান করে আবার অনেক ক্ষেত্রে বয়স্ক পাতায় পোকামাকড় বেশি দিন আশ্রয় নেয়। এ জন্য পাতা হলুদ হওয়া মাত্রই ছিঁড়ে ফেলে দিতে হবে। পোকা-মাকড়ের উপদ্রব বেশি হলে রাসারনিক কীটনাশক ব্যবহার করতে হবে। এবং বর্ষাকালে প্রতি ১৫ দিন অন্তর যে কোন কোম্পানির ফাংগিসাইড জলের সাথে মিশিয়ে সমস্ত গাছে স্প্রে করতে হবে । পাতার গায়ে কালো-ধূসর দাগ এবং / অথবা বাদামী দাগগুলি যদি পাতাগুলিতে দেখা যায় (যদি ক্ষত শক্তিশালী হয় তবে কাঁটা পড়ে যায়), এটি কিছু ফাঙ্গাল সংক্রমণ কারণে হয়। এর জন্য fungicides ব্যাবহার করা যেতে পারে।

কাঁটাই-ছাঁটাই:-

বিশেষ অভিজ্ঞতা না থাকলে ক্যামেলিয়া গাছের ডাল কাঁটাই-ছাঁটাই না করাই ভালো

[আরও পড়ুন: জারবেরা গাছের সম্পূর্ণ পরিচর্যা | Gerbera Plant Care]

বিশেষ অভিজ্ঞতা না থাকলে ক্যামেলিয়া গাছের ডাল কাঁটাই-ছাঁটাই না করাই ভালো

creativity gardening
NamePositionKingdom
camellia, Japanese CamelliaEnglishPlantae
ক্যামেলিয়াBengaliPlantae
Camellia japonica

[আরও পড়ুন: শীতকালীন ফুলের নাম ও ছবি ২১টি বিদেশী ফুল]

প্রিয় পাঠক, এই প্রতিবেদনটি পঠন করবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মতো পাঠকের সহযোগিতা “ক্রিয়েটিভিটি গার্ডেনিং” সর্বদা কার্ম করে। গাছই আমাদের একমাত্র সম্পদ যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে পারে, বাঁচিয়ে রাখতে পারে। নিঃস্বার্থে গাছ ভালবাসুন, সকলকে গাছ লাগাতে উৎসাহিত করুন।

আপনাদের যদি এই বিষয়ে কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাতে জানাবেন। সেগুলোর সমাধান করাবার আমি যথাসাধ্য চেষ্টা করব। আপনার মূল্যবান রেটিং দিয়ে উৎসাহিত করুন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো নমস্কার।

5/5 - (1 vote)