Golden flax | সোনালী ফ্লাক্স গাছের সম্পূর্ণ পরিচর্যা

ফ্লাক্স একটি বিদেশী ফুলগাছ। ফ্লাক্স প্রজাতির গাছগুলি মধ‍্য ও দক্ষিণ ইউরোপের দেশগুলিতে গুরুত্বপূর্ণ ফসল হিসাবে ব্যাবহাত হয়, যা গবাদি পশুদের খাদ্য হিসাবে এবং কাপড়ের জন্য ফাইবার এবং তিসির তেল তৈরি করতে ব্যবহৃত হয়। ফ্লাক্স কৃষি ক্ষেত্র , বানিজ্যিক হিসাবে ব্যাবহৃত হলেও ফুলের অপূর্ব সৌন্দর্য সবারই মন কেড়ে নেয়।

এই প্রতিবেদন থেকে আপনি সোনালী ফ্লাক্স গাছের সম্পূর্ণ পরিচর্যা | easy to care golden flax flower plant পরিচর্যা সম্পর্কে সম্পূর্ন তথ্য জানতে পারবেন। বৈজ্ঞানিক নাম Linum usitatissimum(লিনুম উশিটটিসইমুম), ইংরেজি নাম -Linum lewisii (লিনাম লুইসি), flax flower(শণ ফুল),common flax, linseed oil plant প্রভৃতি, এটি Linaceae পরিবারের একটি গুল্ম জাতীয়, চিরসবুজ, বহুবর্ষজীবী উদ্ভিদ।

Golden flax | সোনালী ফ্লাক্স গাছের সম্পূর্ণ পরিচর্যা

ফ্লাক্স প্রজাতির প্রকারভেদ

Linum grandiflorum (লিনাম গ্র্যান্ডিফ্লোরাম): লাল ফ্ল্যাক্স, স্কারলেট ফ্ল্যাক্স, বা ক্রিমসন ফ্ল্যাক্স নামে পরিচিত এই গাছগুলি, উদ্ভিদ গুলো বার্ষিক, উত্তর আফ্রিকা এবং দক্ষিণ ইউরোপের স্থানীয় অঞ্চলে দেখতে পাওয়া যায়

Linum flavum (লিনাম ফ্ল্যাভম): সোনার ফ্ল্যাক্স বা হলুদ ফ্ল্যাক্স নামে পরিচিত এই গাছগুলি, উদ্ভিদ গুলো বহুবর্ষজীবী, মধ্য ও দক্ষিণ ইউরোপের স্থানীয় অঞ্চলে দেখতে পাওয়া যায়

Linum lewisii (লিনুম লেওইসিই): prarie flax, wild blue flax বা প্রায়ই ফ্লাক্স, ওয়াইল্ড ব্লু ফ্লাক্স নামে পরিচিত এই গাছগুলি, উদ্ভিদ গুলো বহুবর্ষজীবী, উত্তর আমেরিকার স্থানীয় অঞ্চলে দেখতে পাওয়া যায়

Linum narbonense (লিনাম নারবোনেন্স): Spanish blue flax বা স্প্যানিশ নীল শণ নামে পরিচিত এই গাছগুলি, উদ্ভিদ গুলি বহুবর্ষজীবী, ভূমধ্যসাগরীয় অঞ্চলে দেখতে পাওয়া যায়

Linum perenne subsp : Alpine flax ফুলওলি নীল রঙের হয়, সাথে বহুবর্ষজীবী, ইউরোপের স্থানীয় অঞ্চলে দেখতে পাওয়া যায় গাছগুলি

ভারতবর্ষ সহ গ্রীষ্মপ্রধান দেশগুলিতে শীতের মাঝামাঝি সময় থেকে শুরু করে গরমের শুরু প্রর্যন্ত গাছে প্রচুর ফুল ফোঁটে, বাকি সময়ে গাছে ফুল থাকে না। গাছটি টব এবং মাটি উভয় স্থানে বেড়ে ওঠে, তবে টবের তুলনায় সরাসরি মাটিতে বসালে গাছে প্রচুর ফুল ফোঁটে। ভাল-নিকাশী মাটি সহ একটি রৌদ্রোজ্জ্বল এবং আশ্রয়স্থল নির্বাচন করুন তাতে গাছের বৃদ্ধি ভাল হবে।

[আরও পড়ুন: নন্দিনী ফুল গাছের প্রতিস্থাপন ও সম্পূর্ন পরিচর্যা | Easy to Grow and Care Nandini Flower Plant]

মাটি প্রস্তুত :–

ফ্লাক্স গাছ বালুকাময় মাটি/হালকা দোঁয়াশ মাটি/বেলে মাটি অর্থাৎ দ্রুত জল নিষ্কাশনযোগ্য হালকা উর্বর মাটি পছন্দ করে। ঘন, ভেজা, কাদামাটি মাটি বা এঁটেল মাটি একেবারেই পছন্দ করে না। অর্থাৎ গাছের জন্য এমন মাটি তৈরি করতে হবে যাতে আর্দতাও থাকবে অথচ মাটিতে জল ও দাঁড়াবে না, এই ধরনের মাটি শীতকালীন ফুল গাছ আস্টার, অ্যালিসাম, ডালিয়া গাছের জন্য উপযুক্ত। তাই এর জন‍্য দরকার একভাগ গার্ডেন সয়েল(দোঁয়াশ মাটি),দুভাগ নদীর সাদা বালি ( বেলে-দোঁয়াশ মাটি ব্যাবহার করলে বালির প্রয়োজন নেই )ও একভাগ ভার্মিকম্পোস্ট বা এক বছরের পুরোনো পচানো গোবর সার বা পাতা পচা সার। এর সাথে আট/দশ/বারো ইঞ্চি টবের জন‍্য চা চামচের এক থেকে দেড় চামচ ফসফেট, একমুঠো হাঁড়গুড়ো, একমুঠো শিংকুঁচি, হাফমুঠো নিমখোল মিশিয়ে নিতে হবে।

আলোর প্রয়োজনীতা :–

প্রতিস্থাপন করার পর তিন থেকে চার দিন গাছটা একটু ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে। আর রাতের বেলা(বর্ষাকাল ছাড়া) খোলা আকাশের নীচে রাখতে হবে। এরপর থেকে সরাসরি সূর্যালোক পায় এমন জায়গায় রাখতে হবে। ছায়া বা হালকা ছায়াযুক্ত জায়গায় গাছটা রাখলে ফুলের সংখ‍্যা ও ফুলের ঔজ্জ্বল‍্য কম হবে, তবে গরমকালে গাছগুলিকে দুপুরের তীব্র রোদ থেকে বাঁচিয়ে রাখতে হবে। গরমকালে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে হয়ে গেলে গাছে দুবেলা জল দিতে হবে চেষ্টা করবেন গরমকালে গাছটিকে সেডের নিচে রাখবার। এই গাছের জন্য উপযুক্ত তাপমাত্রা ১৮ থেকে ৩০।

[আরও পড়ুন: নীলঘন্টা গাছের পরিচর্যা | How To Care Thunbergia Erecta Flower Plant]

জলের প্রয়োজনীতা :–

এই গাছ ময়েশ্চার ভালোবাসে, তাই বলে ভেঁজা বা স্যাঁতস্যাঁতে মাটি একদমই পছন্দ করে না। তাই লক্ষ‍্য রাখতে হবে যেন মাটি খুব বেশি ভেজা ভেজা না থাকে, বিশেষ করে প্রতিস্থাপন করার সময়, বা চারাগাছ তৈরী করবার সময়ে বিশেষ যত্ন নেওয়া উচিত যাতে শিকড় পচা , গোঁড়া পচা প্রভৃতির সমস্যা না হয়। তাই টবের মাটি ওপর থেকে এক-দু ইঞ্চি শুকিয়ে গেলে তখন আবার ভরপুর জল দিতে হবে।

খাবার প্রয়োগ:–

সরাসরি মাটিতে প্রতিস্থান করলে বিশেষ যত্ন এবং সারের প্রয়োজন হয় না। তবে গাছে ফুলের পরিমান বৃদ্ধি করতে জৈবসার বা তরল জৈব সার ১৫দিন অন্তর ব্যাবহারে ফুলের পরিমান অনেক গুন বৃদ্ধি পাই। এছাড়া জলে দ্রবীভূত NPK(19.19.19/20.20.20) এক লিটার জলে এক গ্রাম দিয়ে ভালো করে মিশিয়ে তার থেকে আড়াইশো মিলি মাসে একবার করে দিতে হবে। দানাযুক্ত NPK এক চামচ করে মাসে একবার টবের কানা বরাবর দিয়ে জল ঢেলে দিতে হবে। সার দেওয়ার আগের দিন টবের মাটি ভিজিয়ে নিতে হবে।

রোগপোকা নিয়ন্ত্রণ পদ্ধতি :–

এই গাছে তেমন একটা পোকামাকড়ের আক্রমণ ঘটে না। তথাপি ১৫ দিন অন্তর নিম অয়েল (Neem Oil) জলের সাথে মিশিয়ে সন্ধাতে গাছে স্প্রে করবেন এবং পোকা-মাকড়ের উপদ্রব বেশি হলে রাসারনিক কীটনাশক ব্যবহার করতে হবে। এর জন‍্য ডাইমেথয়েড ৩০% কম্পোজিসনের কীটনাশক রোগর/রোগর প্লাস/টাফগর এক লিটার জলে তিরিশ ফোঁটা দিয়ে ভালো করে মিশিয়ে যদি সাত দিন বা দশ দিন পর পর স্প্রে করা যায় তবে এই পোকার আক্রমণ ও প্রতিহত করা সম্ভব।

এছাড়াও বর্ষার সময়ে পাতা পচা ও পাতায় দাগ দেখতে পাওয়া যায়। এর জন‍্য বর্ষাকালে প্রতি ১৫ দিন অন্তর যে কোন কোম্পানির ফাংগিসাইড জলের সাথে মিশিয়ে সমস্ত গাছে স্প্রে করতে হবে । এছাড়াও সমস্ত রকম রোগবালাই থেকে গাছকে রোগ মুক্ত রাখতে গাছের গোড়ায় শুকনো নিমপাতা অথবা নিম খোল দিলে অধিকাংশ কীটপতঙ্গ গাছ আক্রমণ করতে পারে না।

ডালপালা কাঁটাই- ছাঁটাই ও মাটি পরিবর্তন:-

গাছ টবে থাকলে বর্ষার পরপরই গাছের ডালপালা কাঁটাই- ছাঁটাই সম্পূর্ণ করে ফেলতে হবে। কেননা শীতের শুরু থেকে গাছে কুঁড়ি আশা শুরু হয়। যদি টবের মাটি পরিবর্তনের দরকার পড়ে তবে ডালপালা কাঁটাই- ছাঁটাই করবার সময় করে নিন।

বংশবিস্তার:-

এই গাছের চারা তৈরী করা হয় বা বংশবিস্তার ঘটানো হয় কলম পদ্ধতির মাধ্যমে, বীজ থেকে এবং কাটিং পদ্ধতির মাধ্যমে। কলম বা কাটিং থেকে চারা তৈরীর আদর্শ সময় জুলাই থেকে আগষ্ট এবং ফেব্রুয়ারী থেকে মার্চ। চারা তৈরীর এক বছরের মধ্য গাছে ফুল আসে।

[আরও পড়ুন: গাছ ভর্তি প্রচুর ফুল পেতে কামিনী গাছের বিশেষ পরিচর্যা | Kamini Flower 👇👇]

[আরও পড়ুন: নন্দিনী ফুল গাছের প্রতিস্থাপন ও সম্পূর্ন পরিচর্যা | Easy to Care Nandini Flower Plant]

প্রিয় পাঠক, এই প্রতিবেদনটি পঠন করবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মতো পাঠকের সহযোগিতা “ক্রিয়েটিভিটি গার্ডেনিং” সর্বদা কার্ম করে। গাছই আমাদের একমাত্র সম্পদ যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে পারে, বাঁচিয়ে রাখতে পারে। নিঃস্বার্থে গাছ ভালবাসুন, সকলকে গাছ লাগাতে উৎসাহিত করুন।

আপনাদের যদি এই বিষয়ে কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাতে জানাবেন। সেগুলোর সমাধান করাবার আমি যথাসাধ্য চেষ্টা করব। আপনার মূল্যবান রেটিং দিয়ে উৎসাহিত করুন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো নমস্কার।

আপনার মূল্যবান রেটিং দিয়ে উৎসাহিত করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *