এডেনিয়াম গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ এবং তার প্রতিকার | Adenium yellow leaves

আজকের এই প্রতিবেদন থেকে আপনি জানতে পারবেন এডেনিয়াম গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ এবং তার প্রতিকার সম্পর্কে। শুধু অ্যাডেনিয়ামের পাতা নয় সমস্ত ধরনের গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ এবং তার প্রতিকার সম্পর্কে। কিন্তু এই প্রতিবেদনে আমি শুধু এডেনিয়াম গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার প্রধান কারণ এবং প্রতিকার নিয়ে আলোচনা করব যেটি ৯০ শতাংশ গাছের ক্ষেত্রে প্রয়োজ্য।

এডেনিয়াম গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ এবং তার প্রতিকার | Adenium yellow leaves

এডেনিয়াম গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার প্রধান কারণ:

প্রধানত জলের অভাব জনিত কারণের জন্য এডেনিয়াম গাছের পাতা হলুদ হতে থাকে। গাছের গোড়ায় যদি কম মাত্রায় জল দেওয়া হয়, তার ফলে কিছুদিন পর থেকে গাছের পাতা হলুদ শুরু করে, যদি গাছের পাতা ডালের নিচের দিক থেকে হলুদ হতে শুরু করে তাহলে ভয় পাওয়ার কিছুই নেই, এটি প্রকৃতির স্বাভাবিক নিয়মেই হয়ে থাকে। শুধু লক্ষ্য রাখবেন জল কম দেওয়ার ফলে, যে নতুন পাতাগুলি তৈরি হচ্ছে সেগুলো যেন হলুদ না হয়।

এডেনিয়াম গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার দ্বিতীয় কারণ:

অ্যাডেনিয়াম গাছে বেশি মাত্রায় জল দেওয়ার ফলেও পাতা হলুদ হতে পারে, আর এটি যদি হয় সেটি এডেনিয়াম গাছের জন্য মারাত্মক। তাই জল দেওয়ার পূর্বে মাটি পরীক্ষা করে তবেই গাছে জল দিতে হবে। মাটি যদি স্যাতস্যাতে বা ভেঁজা থাকে বা অঙ্গুল সম্পূর্ণ রূপে মাটিতে বসে যায় তাহলে কিছু দিনের জন্য গাছে জল দেওয়া বন্ধ করে দিতে হবে, প্রয়োজনে টবের মাটি কিছুটা খুঁড়ে সমস্ত টব রৌদ্রে রেখে দিতে হবে।

এডেনিয়াম গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার তৃতীয় কারণ:

এডেনিয়াম গাছের মাটি পরিবর্তন করবার সময়ে বা রিপোর্ট করবার সময় অসাবধানতাবশত কারনে যদি শিকড় ছিঁড়ে যায় তাহলে কিছুদিন পর থেকে গাছের পাতা হলুদ হতে শুরু করে। গাছগুলি রিপোর্ট করবার পড়ে নতুন স্থানে মানিয়ে নিতে গাছের বেশ কিছুদিন সময় লাগে, এছাড়াও নতুন করে রিপোর্ট করবার পরে গাছগুলিতে যতদিন নতুন শিঁকড় তৈরী হচ্ছে বা মাটিতে আকড়ে ধরতে পাচ্ছে ততদিন গাছগুলোর পাতা হলুদ হতে থাকবে।

Adenium Leaves Turning Yellow Reasons and Cure

এডেনিয়াম গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার চতুর্থ কারণ:

উপরের কারণগুলি ছাড়াও গাছে পুষ্টির অভাব জনিত কারণের জন্যে পাতা হলুদ হতে পারে। যদি ডালের গোঁড়ার পাতার পাশাপাশি আগার কচি পাতা অথবা মাঝ বরাবর পাতা হলুদ হতে শুরু করে অথবা পাতার কিনারা বরাবর হলুদ হতে থাকে, তা হলে বুঝবেন গাছে পুষ্টির অভাব জনিত কারণের জন্যই পাতা হলুদ হচ্ছে। গাছে খনিজ পদার্থ যেমন জিঙ্ক, বোরণ, ম্যাঙ্গানিজ, কপার, ম্যাগনেসিয়াম, সালফার প্রভৃতি কারণে জন্য গাছের পাতাগুলো হলুদ হতে পরে, এর জন্য প্রতি মাসে খনিজ পদার্থ সমৃদ্ধ অনুখাদ্য বা Micronutrients ব্যাবহার করতে হবে। নিচে অনুখাদ্য বা Micronutrients এর লিঙ্ক দেওয়া হল। গাছে পুষ্টির অভাব জনিত কারণ ছাড়াও পাতা হলুদ হয়ে যাওয়ার অন্যতম কারণ বেশি মাত্রায় রাসায়নিক সার প্রয়োগের কারনে, তাই পাতা হলুদ হয়ে যাওয়ার কারন খুঁজে সঠিক ব্যাবস্থাপনা গ্রহন করতে হবে।

[আরও পড়ুন: Micronutrients বা অনুখাদ্য গাছের জন্য কতটা প্রয়োজনীয়]

এডেনিয়াম গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পঙ্চম কারণ:

আমরা ফুলের জন্য Obesum প্রজাতির এডেনিয়াম চাষ করে থাকি যা outdoor plants। বেশির ভাগ আউটডোর প্ল্যান্ট সঠিক মাত্রায় সূর্যের আলো না পেলে পাতা হলুদ হয়ে যেতে পারে, এর জন্য অ্যাডেনিয়াম গাছগুলিকে দিনে ছয় থেকে আট ঘণ্টা সূর্যের আলোতে রাখতে হবে।

এডেনিয়াম গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার ষষ্ঠ কারণ:

অ্যাডেনিয়াম সহ অন্যান্য গাছের পাতা তীব্র গরমে বা তীব্র সূর্যের তাপে হলুদ হয়ে যায়, তাই গরমকালে অ্যাডেনিয়াম গাছগুলি শেডের নিচে রাখার ব্যবস্থা করতে হবে। ঠিক একইভাবে প্রচন্ড শীতেও এডেনিয়াম গাছের পাতা হলুদ হয়ে যায়, বিশেষ করে অ্যাডেনিয়াম গাছগুলি যখন শীতের মরসুমে ডরমেন্সি পিরিয়ডে থাকে সেই সময়ে গাছের পাতাগুলো ক্রমশই ডালের নিচের দিক থেকে হলুদ হতে থাকে,যা প্রকৃতির স্বাভাবিক নিয়মেই হয়ে থাকে।

সাধারণত এই কারন গুলির জন্যেই এডেনিয়াম গাছের পাতা হলুদ হয়ে যায়

[আরও পড়ুন: ১২ মাস এডেনিয়াম গাছের পরিচর্যা যে ভাবে করবেন বিষদ জানতে ??]


প্রিয় পাঠক, এই প্রতিবেদনটি পঠন করবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মতো পাঠকের সহযোগিতা “ক্রিয়েটিভিটি গার্ডেনিং” সর্বদা কার্ম করে। গাছই আমাদের একমাত্র সম্পদ যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে পারে, বাঁচিয়ে রাখতে পারে। নিঃস্বার্থে গাছ ভালবাসুন, সকলকে গাছ লাগাতে উৎসাহিত করুন।

আপনাদের যদি এই বিষয়ে কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাতে জানাবেন। সেগুলোর সমাধান করাবার আমি যথাসাধ্য চেষ্টা করব। আপনার মূল্যবান রেটিং দিয়ে উৎসাহিত করুন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো নমস্কার।

FAQ [Frequently Asked Questions]

এডেনিয়াম গাছে পাতা হলুদ হওয়ার কারণ কি?

এডেনিয়াম গাছে পাতা হলুদ হওয়ার ৬ থেকে ৭টি কারণ আছে , যেমন: জল বেশি দেওয়া, জল কম দেওয়া, বেশি মাত্রায় রাসায়নিক সার ব্যাবহার,ডরমেন্সি পিরিয়ডের কারনে প্রভৃতি।

এডেনিয়াম গাছে পাতা হলুদ হলে কি করনিয় ?

এডেনিয়াম গাছে পাতা হলুদ হওয়ার ৬ থেকে ৭টি কারণ আছে । কারণ সনাক্ত করে সঠিক ব্যাবস্থপানা গ্রহন করতে হবে, তা এই প্রতিবেদন থেকে জানতে পারবেন।

শীতের মরসুমে এডেনিয়াম গাছের পাতা হলুদ হয়ে পড়ে যায় কেন?

প্রচন্ড শীতে এডেনিয়াম গাছের পাতা হলুদ হয়ে যায়, বিশেষ করে অ্যাডেনিয়াম গাছগুলি যখন শীতের মরসুমে ডরমেন্সি পিরিয়ডে থাকে সেই সময়ে গাছের পাতাগুলো ক্রমশই ডালের নিচের দিক থেকে হলুদ হয়ে পড়ে যেতে থাকে,যা প্রকৃতির স্বাভাবিক নিয়মে হয়ে থাকে।

5/5 - (1 vote)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *