ব্লিডিং হার্ট গাছের পরিচর্যা | Bleeding hearts plant care tips

Last updated on August 12th, 2022 at 09:34 pm

ফুলের নাম ব্লিডিং হার্ট (Bleeding Heart)মানে হূদয়ে রক্তক্ষরণ। আদি নিবাস পশ্চিম আফ্রিকা, পরিবার lamiaceae, বৈজ্ঞানিক নাম Clerodendrum thomsonae। ইংরেজি নামের মধ্যে Bleeding Glory Bower, Bag Flower উল্লেখযোগ্য। এ ফুলের জনপ্রিয়তা বেশ। ব্লিডিং হার্ট মানে হূদয়ে রক্তক্ষরণ। ফুলের গঠনই এর নামকরণ।

ব্লিডিং হার্ট গাছের পরিচর্যা | Bleeding hearts plant care tips ফুলের গঠনেই এর নামকরণ। ব্লিডিং হার্ট (Bleeding Heart)মানে হূদয়ে রক্তক্ষরণ। Scientific Name: Clerodendrum thomsonae। ফুটন্ত ফুল দেখতে অনেকটা হার্টের ন্যায় এবং তা থেকে লাল রঙের পরাগদণ্ড বের হয়েছে দেখে মনে হবে যেন হূদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তবে ব্লিডিং হার্ট ফুল গোলাপি, লাল ও সাদাসহ বিভিন্ন রঙের হতে পারে।

বিবরণ ও পরিচিতি:

ব্লিডিং হার্ট ছোট আকারের ঝোপাল প্রকৃতির বা লতানো প্রকৃতির কাষ্ঠল যুক্ত ফুল গাছ। পাতার রং গাঢ় সবুজ, শিরা-উপশিরা স্পষ্ট। এই গাছ টবে বা সরাসরি মাটিতে সুন্দর ভাবে বেড়ে ওঠে। ডাল কাটিংয়ের মাধ্যমে খুব সহজেই চারা গাছ তৈরী করা যায়। তবে মজার বিষয়, যে সময়ে কাটিং থেকে চারা চারা গাছ তৈরী করা হবে সেই সময়ে ফুলে গাছ ভর্তি থাকে। কাটিং বসানোর কিছু মাস পার থেকেই গাছে ফুল আসা শুরু হয়ে যায়। এই গাছে সাধারণত পোকামাকড়ের তেমন কোনো উপদ্রব হয় না।

সাদা আর লালের চমৎকার মেলবন্ধন এই ব্লিডিং হার্ট ফুলে লক্ষ করা যায়, এই অপরূপ ফুলটির আকর্ষণ অতুলনীয়। তবে এটি গন্ধহীন ফুল। গাছে প্রায় সারা বছরই ফুল ফুঁটতে দেখা গেলেও, শরৎ এবং বসন্তে সবথেকে বেশি ফুল ফোঁটে। গাছের প্রতিটি শাখা-প্রশাখার অগ্রভাগে গুচ্ছভাবে ফুল ফোটে। এ ফুল হূদয়ে রক্তক্ষরণের কারণ ঘটায়! ফুল ছুঁলে মারাত্মক চুলকানি বা এলার্জি হতে পারে বলে জানা যায়।

অতি সাধারণ পরিচর্যায় এই গাছ বেড়ে ওঠে, বাগানের যে কোণে টবে খুব সহজেই গাছের পরিচর্যা করা যায়। ব্লিডিং হার্ট গাছ থেকে প্রচুর ফুল পেতে, চারা গাছ রোপণের পূর্বে ভালভাবে মাটি প্রস্তুত করে গাছ বসাতে হবে। প্রতিদিন ৬ থেকে ৮ ঘন্টা সূর্যের আলো পায় তেমন স্থান নির্বাচন করতে হবে। তবে ছায়াতে রোপন করলেও প্রতিদিন সর্বনিম্ন ৪ থেকে ৫ ঘন্টা আলো নিশ্চিত করতে হবে। গ্রীষ্ম কালে গাছের গোড়ার মাটি সর্বদা ভেঁজা রাখত হবে।

ব্লিডিং হার্ট গাছের পরিচর্যা | Bleeding hearts plant care tips
Bleeding hearts plant care tips

মাটি তৈরি:-

এটি Hardy এবং Permanent Plant। চারা গাছ প্রতিস্থাপনের পূর্বে আপনারা ছোট টব নেবেন,টবে গাছ প্রতিস্থাপনের জন্য উর্বর দোআঁশ মাটি ৫০% সাথে ২০% কোকোপিট ৩০% এক বছরের পুরনো গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট এবং নিতে হবে চা চামচের তিন’চামচ হাড়গুড়ো,তিন’চামচ সিংকুচি এবং পরিমাণমতো নিম খোল মিশিয়ে গাছটি প্রতিস্থাপন করতে হবে।

আলো:-

প্রতিস্থাপনের পর যে কোন গাছ কিছু দিনের জন্য ছায়াতে রেখে দিতে হবে। এক সপ্তাহ পর হাল্কা রোদ্দুরে টবটি রাখতে হবে। এই গাছ ব‍্যালকনিতে সুন্দর ভাবে বেড়ে ওঠে, দিনে ৪ থেকে ৫ ঘটা সূর্যের আলো এই গাছের জন্য যথেষ্ট, হাল্কা আলোতে এই গাছ সুন্দর ভাবে বেড়ে ওঠে। তবে গরমকালে টবটি সেডের নিচে রাখতে হবে তা না হলে গাছের সমস্ত পাতা জ্বলে যাবে।

পরিচর্যা:-

গরমের সময়ে টব ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন এবং দিনে দুবেলা জল প্রয়োগ করবেন। বর্ষার মাঝামাঝি সময় থেকে গাছে ফুল ফোঁটা শুরু হয়ে তাই গরমের মরসুম শেষ হতেই টবের খাবার দিতে হবে। প্রতি টবের ক্ষেত্রে দুই মুঠো গোবর সার, এক চামচ হাড়গুড়ো,এক চামচ সিংকুচি, হাফ চামচ সরিষার খোল, এক চামচ বাদাম খোল, এক চামচ অনুখাদ্য এবং পরিমাণমতো নিম খোল মিশিয়ে প্রত্যেক বছরে বর্ষার আগে এবং শীতের আগে গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। গাছের কাটিং থেকে চারা করার সময় মার্চ থেকে অক্টবর।

জল :-

গাছটি মাটিতে থাকলে বেশি জলের প্রয়োজন হয় না কিন্তু টবে থাকলে নিয়ম মতো গাছে জল দিতে হবে। টবে জল জমলে গাছ মাড়া যেতে পারে, তাই এমনভাবে মাটি তৈরী করতে হবে যে মাটিতে কোন সময় জল দাড়াবে না। তবে এই গাছে অতিরিক্ত বৃষ্টির জল লাগলে মারা যাবার সম্ভাবনা থাকে।

বর্ষাকালে একটু খেয়াল রাখবেন খুব বেশি বৃষ্টির হলে টবটিকে গাছসুদ্ধু কাত করেও রেখে দিতে পারেন বা সেডের নিচেও রেখে দিতে পারেন। কিছুদিন পর পর টবের মাটি একটু খুঁড়ে দেবেন, তাতে গাছ সুস্থ থাকে তবে বর্ষাকালের টবের গাছগুলোতে ১০ থেকে ১২ দিন অন্তর অন্তর ছত্রাকনাশক স্প্রে করতে হবে প্রয়োজনে কিছু পরিমান ছত্রাকনাশক পাউডার টবে ছিটিয়ে দিতে হবে।

Bleeding Heart

এই গাছে তেমন একটা পোকামাকড়ের আক্রমণ ঘটে না। শুধু বর্ষার সময়ে এবং গরমকালে গাছটি দেখে রাখতে হবে। এছাড়াও সমস্ত রকম রোগবালাই থেকে গাছকে রোগ মুক্ত রাখতে গাছের গোড়ায় শুকনো নিমপাতা অথবা নিম খোল দিলে অধিকাংশ কীটপতঙ্গ গাছ আক্রমণ করতে পারে না ।

[আরও পড়ুন: গাছ ভর্তি প্রচুর ফুল পেতে কামিনী গাছের বিশেষ পরিচর্যা | Kamini Flower]

ডালপালা কাঁটাই- ছাঁটাই :-

লতানা ডালগুলি বেশি বড় হলে শীতের আগেই কাঁটাই- ছাঁটাই সম্পূর্ণ করে ফেলতে হবে। যদি টবের মাটি পরিবর্তনের দরকার পড়ে তবে ডালপালা কাঁটাই- ছাঁটাই করবার সময় করে নিন।

FAQ [Frequently Asked Questions]

Bleeding heart (ব্লিডিং হার্ট) পূর্ণ সূর্যের আলোতে ভাল হয় না বা ছায়াতে ?

Bleeding Heart সরাসরি সূর্যের আলোর তুলনায় হালকা ছায়াতে সবচেয়ে ভাল বৃদ্ধি পায়, যদিও এটি আর্দ্র এবং শীতল আবহাওয়াতে অথবা সরাসরি সূর্যের আলোও সহ্য করতে পারে। সকালের হালকা রৌদ এবং বিকেলের হালকা রৌদ পছন্দ করে। তাদের ভাল-নিষ্কাশিত মাটিরও প্রয়োজন হয়, মাটি বেশি ভেজা থাকলে গাছ পচে যাবে।

কিভাবে আপনি Bleeding heart গাছের যত্ন করবেন ?

Bleeding Heart গাছের যত্নের মধ্যে রয়েছে ভাল-নিষ্কাশিত মাটি তৈরী এবং নিয়মিত জল দিয়ে মাটিকে ক্রমাগত আর্দ্র রাখা। ব্লিডিং হার্ট জৈব মাটিতে এবং ছায়াময় বা আংশিক ছায়াযুক্ত স্থানে রোপণ করতে হবে। শীতকালে পূর্ণ সূর্যের আলো পায় তেমন স্থানে রাখতে হবে এবং গরমকালে আংশিক ছায়াযুক্ত স্থানে রাখতে হবে।

Bleeding heart (ব্লিডিং হার্ট) গাছে ফুল আনতে কোন সার ব্যাবহার করা উচিত ?

গাছে ফুল আসার আগে থেকে পটাসিয়াম এবং ফসফরাস সমৃদ্ধ সার, মাসে একবার করে ব্যাবহার করতে হবে। বিশেষ করে শীতের শুরুতে এবং গরমের মাঝামাঝি সময়ে।

Bleeding heart (ব্লিডিং হার্ট)গাছে ফুলের সময়কাল

Bleeding Heart গাছে ফুলের সময়কাল জুন মাসের শেষ থেকে মার্চ মাস পর্যন্ত।


প্রিয় পাঠক, এই প্রতিবেদনটি পঠন করবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মতো পাঠকের সহযোগিতা “ক্রিয়েটিভিটি গার্ডেনিং” সর্বদা কার্ম করে। গাছই আমাদের একমাত্র সম্পদ যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে পারে, বাঁচিয়ে রাখতে পারে। নিঃস্বার্থে গাছ ভালবাসুন, সকলকে গাছ লাগাতে উৎসাহিত করুন।

আপনাদের যদি এই বিষয়ে কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাতে জানাবেন। সেগুলোর সমাধান করাবার আমি যথাসাধ্য চেষ্টা করব। আপনার মূল্যবান রেটিং দিয়ে উৎসাহিত করুন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো নমস্কার।

2/5 - (3 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *