টব ভর্তি প্রচুর ফুল পেতে রঙ্গন গাছের পরিচর্যা | How To grow and care Ixora flower plant

Last updated on September 4th, 2022 at 08:23 pm

আজকে প্রতিবেদন থেকে আপনি টবে রঙ্গন ফুল গাছ প্রতিস্থাপন করার পদ্ধতি ও পরিচর্যা সম্পর্কে জানতে পারবেন। আপনি যদি আপনার টবে রঙ্গন ফুল লাগাতে চান তবে আপনাকে এই সম্পূর্ণ প্রতিবেদনটি অনুসরণ করতে হবে। এই প্রতিবেদন থেকে আপনি টবে রঙ্গন ফুল গাছের পরিচর্যা সম্পর্কে সমস্ত প্রয়ােজনী তথ্য জানতে পারবেন।

টব ভর্তি প্রচুর ফুল পেতে রঙ্গন গাছের পরিচর্যা | How To grow and care Ixora flower plant সম্পর্কে আজ আমরা বিস্তারিত জানবো। রঙ্গন বিজ্ঞানসম্মত নাম Ixora Coccinea, এর রুবিয়াসেই (Rubiaceae) পারিবারের অন্তর্গত, আদি নিবাস ব্রাজিল। পৃথিবীতে অনেক ধরণের রঙ্গন গাছের প্রজাতি রয়েছে।

টব ভর্তি প্রচুর ফুল পেতে রঙ্গন গাছের পরিচর্যা | How To grow and care Ixora flower plant

বিবরণ ও পরিচিতি:-

রঙ্গন গাছকে বাংলাতে রুক্মিনী, রক্তক, বন্ধুক, ঈশ্বর ও বলা হয়, এর আরেক নাম রুক্সিনী। ইংরেজিতে বলা হয় Burning Love (বার্নিং লোভে)। অসামান্য সুন্দর দেখতে এই রঙ্গন ফুলগুলি বছরের অধিকাংশ সময়ে বাগানকে আলো করে রাখবে।

রঙ্গন একটি কষ্ট সহিষ্ণু গাছ, সাধারণত ফুল সতেজ থাকে ২০-২৫দিন পর্যন্ত। একটি থোকায় ২০ টি থেকে শুরু করে ৫০ টি ফুল থাকে এবং ফুলগুলি নলাকৃতি হয়। ফুলে চারটি পাঁপড়ি থাকে, অনেকটা তারার মতো দেখতে হয়, তবে এটি সুগন্ধী বিহীন ফুল। রঙ্গন গাছে ফল হয়। রঙ্গনের ফুলে মধু থাকায় প্রজাপতি আকর্ষিত হয়।

রঙ্গন একটি বহুবর্ষজীবী এবং ঝােপ জাতীয় উদ্ভিদ যা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে সুন্দরভাবে বেড়ে ওঠে। এই গাছে সারা বছর ধরে ফুল ফোঁটে, তবে গরমের শুরু থেকে শীতের আগে প্রযন্ত এই গাছে ফুল দেওয়ার প্রবণতা বেশি থাকে এবং অন্যান্য ঋতুতে সে তুলনায় কম ফোটে। প্রায় প্রতি শাখার অগ্রভাগে থোকা থোকা ফুল ফোটে, থোকায় থাকে অসংখ্য মঞ্জুরি। ফুলগুলি লাল, হলুদ, সাদা, গোলাপী বা কমলা রঙের হয়। বাড়ির বারান্দায়, টবে, ব্যালকুনিতে সহজে এই গাছ লাগানো যায় এবং গাছটি সরাসরি মাটিতে প্রতিস্থাপন করলে প্রথমেই এর জন‍্য মাটি প্রস্তুত করে নিতে হবে কিন্তু টবে করতে চাইলে সমস্ত গাছের মত এই গাছেরও তার পছন্দ অনুযায়ী মাটি তৈরী করে নিতে হবে, তা না হলে গাছের বৃদ্ধি থেমে যাবে এবং ফুলও আসবে না।

রঙ্গন খুব কষ্টসহিষ্ণু গাছ। মাটিতে থাকলে এ গাছের বিশেষপরিচর্যার প্রয়োজন হয় না কিন্তু টবে থাকলে সামান্য যত্নের প্রয়োজন হয়। জল ও তুলনামুলক অনেক কম লাগে। যারা ছাদ বাগান পছন্দ করেন তারা ছাদে দুই একটা রঙ্গন গাছের টব রাখতে পারেন। এতে ছাদের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। এর চাষ পদ্ধতিও সহজ। ফুল ফোটা শেষ হয়ে গেলে রঙ্গন গাছ ছেটে দেওয়া ভালো, সেই প্রসঙ্গে পড়ে আলোচনা করছি।

টব ভর্তি প্রচুর ফুল পেতে রঙ্গন গাছের পরিচর্যা | How To grow and care Ixora flower plant
টব ভর্তি প্রচুর ফুল পেতে রঙ্গন গাছের পরিচর্যা

টব নির্বাচন:-

রঙ্গন একটি বহুবর্ষজীবী উদ্ভিদ তাই ভালো হয় বড় গামলা জাতীয় টব নির্বাচন করলে। প্রথম অবস্থাতে চারা গাছটি ৮ ইঞ্চি টবে প্রতিস্থাপন করলেও এক থেকে দেড় বছর পারে ১০ ইঞ্চি অথবা ১২ ইঞ্চি টবে স্থানন্তিরিত করতে হবে। তবে এক থেকে দেড় বছর অন্তর গাছের শেঁকড় কাঁটাই- ছাঁটাই করতে হয়, তবে আপনি চাইলে বড়ো পাত্রও নিতে পারেন। টব নির্বাচন করবার সময় টবের তলানিতে এবং পাশে অবশ্যই যেন ছিদ্র থাকে, তা না হলে বাড়তি জল টবে জমে গাছটি মাড়া যেতে পারে।

টবের জন্য উপযুক্ত জাত:-

বামন জাতের রঙ্গন ফুল গাছগুলি, লাল জাতের তুলনায় কম বৃদ্ধি পায় তাই টবে লাগানোর জন্য সবচেয়ে ভাল গােলাপী, কমলা বা সাদা রঙের বামন জাতের চারা গাছ। এই গাছগুলির একটি বৈশিষ্ট্য হল গাছগুলি ঝােপ আকারের হয় কিন্তু বেশি লম্বা হয় না ।

ইকসােরা পাভেট: এই জাতটিকে টর্চউড গাছ বলা হয়, এই গাছটি ছোট আকৃতির হয় এবং প্রচুর ফুল ধরে।

ইকসসাড়া জাভানিকা: এই উদ্ভিদটি জাভাতে জন্মায় এবং এতে প্রশস্ত চকচকে সবুজ বর্ণের পাতা হয় এবং প্রবাল বর্ণের ফুল হয়।

ইকলােরা চিনেসিস: এই জাতটি সাধারণত চীনা ইকসােড়া নামে পরিচিত এবং এটি মাঝারি আকারের চিরসবুজ ঝােপঝাড়ের মতো হয় এই গাছটি। সাধারণত উচ্চতা প্রায় চার ফুট পর্যন্ত বৃদ্ধি পায়।

[আরও পড়ুন: টবে জবা গাছ করবার সহজ কিছু টিপস্ | How To Grow Joba Flower Plant In Pots]

রঙ্গন গাছের জন্য মাটি প্রস্তুত :-

যে কোনও মাটিতেই রঙ্গন গাছ জন্মায়। তবে দোঁয়াশ ও বেলে-দোঁয়াশ মাটিতে রঙ্গন গাছ সব থেকে ভাল হয়। আপনি যদি টবে রঙ্গন চাষ করতে চান তাহলে প্রথমেই যেটি করবেন, ৭০% গার্ডেন সয়েল যেটা মূলত দোঁয়াশ মাটি-কেই বোঝানো হয়, ৩০% ভার্মিকম্পোস্ট অথবা এক বছরের পুরোনো পচানো গোবর সার অথবা এক বছরের পচানো পাতাপচা সার। এগুলোর সাথে ৮ অথবা ১০ ইঞ্চি টবের জন‍্য চা চামচের হাফ চামচ ফসফেট, চা চামচের দু চামচ হাঁড়গুড়ো, দু চামচ শিংকুঁচি, এক চামচ নিম খোল খুব ভালো করে মিশিয়ে মাটি প্রস্তুত করতে হবে।

রঙ্গন গাছের জন্য উপযুক্ত আলো:-

প্রতিস্থাপনের পর টবটি এক সপ্তাহ জন্য একটু ছায়াতে রেখে দিতে হবে। এক সপ্তাহ পর সকালের রোদ্দুর পায় এমন একটা জায়গায় টবটি রাখতে হবে। গ্রীষ্মমন্ডলীয় উদ্ভিদ হিসাবে রঙ্গন ফুলগাছটি সূর্যের আলাে পছন্দ করে। যদি বাইরে রােপণ করা হয় তবে এটি এমন কোনও স্থানে রোপন করা প্রয়ােজন যেখানে প্রতিদিন কমপক্ষে ৬ থেকে ৮ ঘন্টা সরাসরি সূর্যের আলাে থাকে। এই উদ্ভিদটি খুব বেশি গরম আবহাওয়া সহ্য করতে পারে।

গাছটি পর্যাপ্ত সূর্যের আলাে না পেলে ফুলের আকার ছোট হতে দেখতে পারবেন। একইভাবে খুব বেশি সূর্যের তাপে ফুলগুলি ঝরে পড়তে পারে।

How To grow and care Ixora flower plant

প্রত্যক্ষ সূর্যের আলাে এবং আংশিক ছায়া উভয় স্থানেই ভারসাম্য রক্ষা করতে পারলে ভালো হয়, তার জন্য প্রয়োজন গাছটি টবে রাখবার। আপনার রঙ্গন ফুল গাছটি যদি বাড়ির ভেতরে ব্যালকনিতে রাখতে চান তবে আপনি প্রচুর উজ্জ্বল আলাে সহ একটি জানালাতে রাখতে পারেন।

রঙ্গন গাছের জন্য উপযুক্ত তাপমাত্রা:-

✅ গাছটির জন্য উপযুক্ত তাপমাত্রা ১৮ থেকে ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড। এই ফুল গরম আবহাওয়া পছন্দ করে তবে তাপমাত্রা হ্রাস পেলেও গাছের কোন ক্ষতি হয় না।

✅ অতিরিক্ত গরম পড়লে এটিকে কিছুটা আংশিক ছায়া স্থানে রাখবার চেষ্টা করুন।

জল :-

গাছটি মাটিতে থাকলে খুব কম মাত্রায় জলের প্রয়োজন হয় কিন্তু টবে থাকলে মাটি পরীক্ষা করে তবেই জল দিতে হবে। টবে জল জমলে গাছ মাড়া যেতে পারে, তাই এমনভাবে মাটি তৈরী করতে হবে যে মাটিতে কোন সময় জল দাড়াবে না। তবে এই গাছে অতিরিক্ত বৃষ্টির জল লাগলে মারা যাবার সম্ভাবনা থাকে। বর্ষাকালে ১৫ দিন অন্তর ছত্রাকনাশক গাছে স্প্রে করবেন পাড়লে গাছের গোড়াতে কিছু পরিমান ছিঁটিয়ে দেবেন।

পরিচর্যা ও সার প্রয়োগ:-

সার হিসেবে জৈব সার রঙ্গন গাছের জন্য আদর্শ, এতে গাছ বেশ দিন স্থায়ী হয়। রঙ্গন গাছে জল দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে গোড়ায় জল না জমে। মাসে একবার/দুবার মাটি খুঁচিয়ে দিতে হবে। নিয়ম করে শীতের মরসুমে ডাল ছাটাই করতে হবে। প্রতিস্থাপনের কিছু মাস পর থেকে টবের উপরে জৈব সার মেশানো উচিত কারন এটি দুটি প্রয়ােজনীয় কাজ করবে। এটি স্বাভাবিক মাটির পিএইচ বজায় রাখতে সাহায্য করবে এবং ভালভাবে শুকনাে মাটিতে আর্দ্রতা বজায় রাখতে পারবে।

রঙ্গন গাছের পরিচর্যা

জৈব সার ব্যাবহারে গাছে ফুলের পরিমান বৃদ্ধি পায়, কুঁড়ি ঝড়া রোধ হয়, ম্যাগনেশিয়ামের অভাবে পাতা হলুদ হয়ে যায় সেটিও হবে না। ১০ থেকে ১২ ইঞ্চি টবের গাছের জন্য দুমুঠো পরিমাণ জৈব সার সাথে হাঁড়গুড়ো, শিংকুঁচি, পাতাপচা সার, সরিষার খোল এবং অনুখাদ্য প্রভৃতি মিশিয়ে প্রতি দুমাস অন্তর ব্যাবহার করতে হবে। অনুখাদ্য গাছের জন্য একটি প্রয়োজনীয় উপাদান বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন।

[আরও পড়ুন: লন্ঠন জবা গাছের পরিচর্যা | How to grow and care Lanthan jaba 👇👇]

[আরও পড়ুন: মিরাকুলান পি জি আর (ট্রায়াকন্টানল ০.০৫%) এর ব্যাবহার | Plant Growth Regulator]

ডাল কাঁটাই-ছাঁটাই:-

প্রতি ডালের আগাতে ফুল শেষ হয়ে যাবার পর আগার ডাল ছাঁটাই করা প্রয়োজন, তাতে আরো নতুন ফুল উৎপন্ন হয়। এছাড়াও গাছের সমস্ত ফুল শেষ হয়ে যাওয়ার পরে বা গাছটির আকার বড় হয়ে গেলে গাছটিকে টবে অপরিচ্ছন্ন দেখায়, তাই গাছটি কয়েক ইঞ্চি পর্যন্ত ছেঁটে দেওয়া উচিত।

বি:দ্র:– রঙ্গন ফুলগাছ রােপণ করবেন তখন আম্লিক সুনিষ্কাশিত মাটিতে লাগাতে হবে। কারণ ক্ষারীয় মাটি রঙ্গন ফুল লাগাবার উপযুক্ত নয়। অ্যাসিড তৈরির সার ব্যবহার করে ভালভাবে শুকানাে মাটির ক্ষারকে প্রতিরােধ করতে পারে।

creativitygardening

মাটি পরিবর্তন:-

গাছের মাটি প্রতি ২-৩ বছর অন্তর পরিবর্তন করা প্রয়োজন। আপনি যখন গাছটি একটি নতুন টবে পরিবর্তন করবেন তখন আপনাকে বড় আকারের টব নিতে হবে। মাটি পরিবর্তনের আদর্শ সময় শীতের শেষে।

বি:দ্র:–টবের গাছের মাটি পরিবর্তনের সময়ে শেকড় কাঁটাই- ছাঁটাই সম্পূর্ণ করে ফেলতে হবে। এবং গাছে কুঁড়ি আসা শুরু হলে নিয়মিত গাছের গোড়ায় জল ও সার দিতে হবে।

creativitygardening

কীটপতঙ্গ এবং প্রয়োজনীয় কীটনাশক:-

এই গাছে তেমন পোকা মাকড়ের আক্রমন ঘটে না, তথাপি প্রতি ৭ থেকে ১০ দিন অন্তর নীম তেল জলের সাথে ভাল করে মিশিয়ে সন্ধাতে স্প্রে করতে হবে। পোকা মাকড়ের আক্রমন বেশি দেখা দিলে রাসায়নিক উপায়ে দমন করতে হবে।

[আরও পড়ুন:গাছে ফুলের পরিমান বৃদ্ধি করতে ফ্লাওয়ার বুস্টার এর ব্যাবহার | Plant Growth Regulator]


প্রিয় পাঠক, এই প্রতিবেদনটি পঠন করবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মতো পাঠকের সহযোগিতা “ক্রিয়েটিভিটি গার্ডেনিং” সর্বদা কার্ম করে। গাছই আমাদের একমাত্র সম্পদ যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে পারে, বাঁচিয়ে রাখতে পারে। নিঃস্বার্থে গাছ ভালবাসুন, সকলকে গাছ লাগাতে উৎসাহিত করুন।

আপনাদের যদি এই বিষয়ে কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাবেন। সেগুলোর সমাধান করাবার আমি যথাসাধ্য চেষ্টা করব। আপনার মূল্যবান রেটিং দিয়ে উৎসাহিত করুন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো নমস্কার।

4/5 - (3 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *