টরেনিয়া ফোর্নিয়ার ফুল গাছের পরিচর্যা

Last updated on December 5th, 2023 at 02:54 pm

টরেনিয়া ফোর্নিয়ার সাধারণত একবর্ষজীবি চিরসবুজ উদ্ভিদ যা হার্ডি প্লান্ট। এরা লিন্ডারনিয়াসি পরিবারের সদস্য। এশিয়ার গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলের টরেনিয়া ফোর্নিয়ার দেখতে পাওয়া যায়, এরা গুল্মজাতীয় উদ্ভিদ, যা সাত থেকে বারো ইঞ্চি লম্বা হয় এবং ছয় থেকে আট ইঞ্চি পর্যন্ত ছড়িয়ে পড়ে। এটি আক্রমনাত্মক ভাবে বৃদ্ধি পায় না।

টোরেনিয়া উদ্ভিদের বৈজ্ঞনিক নাম Torenia fournieri, এটি লিন্ডারনিয়াসি পরিবারের অন্তর্গত, Torenia গোত্রীয় রসালো প্রকৃতির একবর্ষজীবি চিরসবুজ উদ্ভিদ। টোরেনিয়ার অন্যান্য নামের মধ্যে রয়েছে উইশবোন ফুল এবং ব্লুউইংস৷৷ জারবেরা এ্যাসটারেসী পরিবারের অন্তর্গত বানিজ্যিক ফুল । ফুলগুলি একক বর্ণের অথবা বহু বর্ণময় হতে পারে।

টরেনিয়া ফোর্নিয়ার ফুল গাছের পরিচর্যা

টরেনিয়া ফোর্নিয়ার সাধারনত শীতকালীন ফুল। নভেম্বর থেকে ফেব্রুয়ারী মাস পযর্ন্ত এই ফুল গুলি ফোঁটে। অক্টোবর থেকে নভেম্বর মাস চারা রোপনের উপযুক্ত সময়। টরেনিয়া ফোর্নিয়ার পরিচর্যা করবার জন্য স্বল্প জায়গার প্রয়োজন হয়,বাগানে, ছাদে, টবে সহজেই পরিচর্যা করা যায়। যখন তারা প্রস্ফুটিত হয় তখন তারা নীল, বেগুনি, বেগুনি, গোলাপী, হলুদ, সাদা, কমলা প্রভৃতি রঙের নলাকার আকৃতির ফুল তৈরী করে।

টরেনিয়া ফোর্নিয়ার ফুল গাছ প্রতিস্থাপনের পূর্বে মাটিতে জৈব পদার্থ যুক্ত করতে হবে তাতে জল নিষ্কাশন ব্যাবস্থা উন্ন্যত হবে, মাটি আর্দ্র হবে অর্থাৎ গাছের জন্য এমন মাটি তৈরি করতে হবে যাতে আর্দতাও থাকবে অথচ মাটিতে জল ও দাঁড়াবে না, এই ধরনের মাটি শীতকালীন ফুল গাছ টরেনিয়া ফোর্নিয়ার, অ্যালিসাম, আস্টার, ডালিয়া গাছের জন্য উপযুক্ত।

উৎজ্বল আবহাওযাতে 20 থেকে 23 ডিগ্রি সেন্টিগ্রেড (68° থেকে 73° ফারেনহাইট) তাপমাত্রায় বীজ অঙ্কুরিত হববার জন্য আদর্শ, বীজ থেকে চারা তৈরী হতে এক থেকে চার সপ্তাহ সময় লাগে।

বীজ বপন বপনের পূর্বে মাটি অথবা বেড তৈরী করে নিতে হবে।

টরেনিয়া গাছের গোড়ায় অতিরিক্ত জল দেওয়া গাছের জন্য ক্ষতিকর। মাঝে মাঝে প্রয়োজন বুঝে অল্প জল দেওয়া জরুরি। এই গাছগুলি ধারাবাহিকভাবে আর্দ্র মাটি পছন্দ করে কিন্তু জলাবদ্ধ মাটি পছন্দ করে না। ওভার-ওয়াটারিং করলে অতিরিক্ত জল দেওয়ার ফলে গাছ বিভিন্ন রোগে আক্রান্ত হতেপারে অথবা মাড়া যেতে পারে।

টরেনিয়া গাছের বৃদ্ধির জন্য সকালের হালকা রোদ এবং বিকেলের ছায়াযুক্ত আলো পছন্দ করে, তবে এটি তুষারপাতের শিকার হওয়াও বাঞ্ছনীয় নয়।

গাছের বিকাশের জন্য আদর্শ তাপমাত্রা ক্রমবর্ধমান ঋতুতে ১২º এবং ২২º সেন্টিগ্রেডের মধ্যে, যা ভারতবর্ষে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মধ্যে ঘটে।

বৃদ্ধির মৌসুমে প্রতি ২-৩ সপ্তাহে একবার সুষম তরল সার প্রয়োগ করতে হবে। কখনো ভারী মাত্রায় রাসায়নিক সার প্রয়োগ করবেন না।

[আরও পড়ুন: শীতকালীন ফুলের নাম ও ছবি ২১টি বিদেশী ফুল

টরেনিয়া গাছে এফিড এবং মাকড়সার উপদ্রব ভীষণভাবে খাটে । কীটপতঙ্গ থেকে নিয়ন্ত্রণ পেতে জৈব কীটনাশক সাবান বা নিম তেল ব্যবহার করতে হবে।

মাটিতে ভাল ভাবে বায়ু সঞ্চালন না হলে গাছ ব্যাকটেরিয়াজনিত এবং ছত্রাকজনিত রোগে আক্রান্ত হতে পারে, প্রতিরোধে একটি ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়ানাশক ব্যবহার করতে হবে। প্রতি ১৫দিন অন্তর নিম খোল গাছের গোড়ায় প্রয়োগ করবেন।

[আরও পড়ুন: কি ভাবে টবে সালভিয়া ফুল গাছের পরিচর্যা করবেন]

প্রিয় পাঠক, এই প্রতিবেদনটি পঠন করবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মতো পাঠকের সহযোগিতা “ক্রিয়েটিভিটি গার্ডেনিং” সর্বদা কাম্য করে। গাছই আমাদের একমাত্র সম্পদ যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে পারে, বাঁচিয়ে রাখতে পারে। নিঃস্বার্থে গাছ ভালবাসুন, সকলকে গাছ লাগাতে উৎসাহিত করুন।

আপনাদের যদি এই বিষয়ে কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাতে জানাবেন। সেগুলোর সমাধান করাবার আমি যথাসাধ্য চেষ্টা করব। আপনার মূল্যবান রেটিং দিয়ে উৎসাহিত করুন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো নমস্কার।

আপনার মূল্যবান রেটিং দিয়ে উৎসাহিত করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *